শিল্পায়নে লগ্নির নতুন জোয়ার বাংলায়। যার ফলে হতে চলেছে প্রচুর কর্মসংস্থান। চ্যাটার্জি গোষ্ঠীর প্রধান সংস্থা হলদিয়া পেট্রোকেম হলদিয়ায় ভারতের বৃহত্তম ফেনল প্লান্ট গড়ে তুলতে চলেছে। যার ফলে রাজ্যে ৫,০০০ কোটি টাকারও বেশি লগ্নি করতে চলেছে কর্তৃপক্ষ।
জানা গিয়েছে, ২০২৬ সালের মার্চের মধ্যে কারখানায় উৎপাদন চালু করার লক্ষ্যমাত্রা রেখেছে হলদিয়া পেট্রোকেম। বিশেষজ্ঞ মহলের মতে, গত দু’দশকের বেশি সময়ের মধ্যে হলদিয়া পেট্রোকেমের প্রস্তাবিত ৫,০০০ কোটি টাকার লগ্নি পশ্চিমবঙ্গের কেমিক্যালস শিল্পক্ষেত্রে বৃহত্তম। ইউএস সংস্থা ‘লুমুস টেকনোলজি’র প্রযুক্তিগত সহায়তায় ওই কারখানায় বছরে ৩৪৫ কিলো টন ফেনল উৎপাদিত হবে।
ফেনল একটি স্পেশ্যালিটি কেমিক্যালস। প্লাস্টিক, এক্সপ্লোসিভ, ড্রাগ, ডাই অ্যান্ড ডাই ইন্টারমিডিয়েট ইন্ডাস্ট্রিজ় ইত্যাদি উৎপাদনের মূল কাঁচামাল হিসেবে ফেনল ব্যবহৃত হয়। অপ্রচলিত শক্তি, পেট্রোকেমিক্যালস, পলিমার ইত্যাদি উৎপাদনে বিভিন্ন সংস্থাকে তাদের প্রযুক্তি ব্যবহারের লাইসেন্স দেয় লুমুস টেকনোলজি।
হলদিয়া পেট্রোকেমের এক আধিকারিক জানান, লুমুস টেকনোলজির সঙ্গে এই যৌথ উদ্যোগের ফলে হলদিয়া পেট্রোকেমে ফেনলের উৎপাদন ক্ষমতা বাড়বে এবং ভারতের বর্ধিত ফেনল ও অ্যাসিটোনের চাহিদা আমরা পূরণ করা যাবে। নতুন কারখানাটি চালু হওয়ার পর হলদিয়া পেট্রোকেমের কেমিক্যালস ব্যবসা আরও কয়েক হাজার কোটি টাকার মতো বাড়বে বলে আশা করা হচ্ছে।
গত বছর অক্টোবরে হলদিয়া পেট্রোকেম প্রথম ঘোষণা করেছিল, দেশের বৃহত্তম ফেনল প্লান্ট হলদিয়াতে তারা গড়ে তুলবে। সে সময়ে তারা ৩,০০০ কোটি টাকা লগ্নি করার ঘোষণা করেছিল। পেট্রোকেমের এক আধিকারিক জানিয়েছেন, স্পেশ্যালিটি কেমিক্যালসের ‘নিশ’ সেগমেন্টের ভারতে বিপুল চাহিদা রয়েছে। ওই সেগমেন্টে সবথেকে বড় উৎপাদনকারী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার লক্ষ্যমাত্রা নিয়েছে হলদিয়া পেট্রোকেম।
Comments are closed.