বাসের জন্য অপেক্ষা করছেন? কখন আসবে তা জানেন না? সেই দিন এবার শেষ হতে চলেছে। বাসস্ট্যান্ডেই থাকবে ডিসপ্লে বোর্ড। সেখানে দেখা যাবে কোন বাস কখন আসবে। বাস আসার ১৫ মিনিট আগে এলইডি ডিসপ্লে বোর্ডে ভেসে উঠবে বাস আসার সময়। এই নয়া উদ্যোগ এবার দেখা যাবে নিউটাউনে।
নিউটাউনের সব বাসস্ট্যান্ডেই এবার থেকে বসানো থাকবে এই ডিসপ্লে বোর্ড। সরকারি, বেসরকারি সব বাসের টাইম জানা যাবে ডিসপ্লে বোর্ডে। কোথা থেকে কোন রুটে যাচ্ছে, তাও জানা যাবে ডিসপ্লে বোর্ডের মাধ্যমে। নিউটাউন কলকাতা ডেভলপমেন্ট অথরিটি বৃহস্পতিবার সাতটি বেসরকারি বাস সংগঠনকে নিয়ে একটি বৈঠক ডেকেছে। আপাতত ৪০০ বেশি বাস এই উদ্যোগের অধীনে থাকবে। হাওড়া ও শিয়ালদহ রেল স্টেশনে ডিসপ্লে বোর্ডে ট্রেনের টাইম দেখা যায়। এবার বাসস্ট্যান্ডে বাস আসার ১৫ মিনিট আগে সময় জানা যাবে।
সূত্রের খবর, আরএফআইডি ট্যাগ থাকবে সরকারি, বেসরকারি বাসে। জিপিএসের মাধ্যমে ট্র্যাক করে জানা যাবে বাস কতদূরে। এরপর তা ফুটে উঠবে ডিসপ্লে বোর্ডে।
Comments are closed.