টানা ৪৭ সপ্তাহ বেঙ্গল টপার, কিন্তু বর্তমানে একি অবস্থা জি বাংলার মিঠাই ধারাবাহিকের। TRP তালিকায় একেবারে তলানিতে এসে দাঁড়িয়েছে একসময়ের সবচেয়ে জনপ্রিয় এই ধারাবাহিক। টানা দেড় বছর TRP তালিকায় টপে থাকার পর এই বছরের আগস্ট মাস থেকে পতন শুরু হয় এই ধারাবাহিকের। এমনকি মিঠাইয়ের পরে শুরু হওয়া ধারাবাহিক গুলিও ভালো ফলাফল করতে শুরু করে। খেলনা বাড়ি, জগদ্ধাত্রী ও ধীরে ধীরে TRP তালিকায় উপরের দিকে এগিয়ে আসে। তখনই দর্শক বুঝেছিল নয় এই ধারাবাহিক খুব শীঘ্রই শেষ করে দেওয়া হবে নয়তো ধারাবাহিকের সময় পরিবর্তন করা হবে। আর অবশেষে সেটাই সত্যি হলো।
বর্তমানে সূত্রের খবর অনুযায়ী মিঠাইয়ের সময় পরিবর্তন করে সন্ধ্যে ৬টার স্লটে পাঠানো হবে। আগামী ১৪ই নভেম্বর থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নিম ফুলের মধু। ওই ধারাবাহিক দেখা যাবে রাত আটটায়। আর অন্যদিকে পিলুও শেষ হতে চলেছে। তাই পিলুর সময় দেখা যাবে মিঠাই। অর্থাৎ নভেম্বর থেকে মিঠাই দেখা যাবে ঠিক সন্ধ্যে ৬ টায়। আর এই বিষয় নিয়ে পরিচালক রাজেন্দ্রপ্রসাদ দাস জানিয়েছেন ‘দেখুন আমরা ব্যাপারটাকে হার হিসেবে দেখছি না। বরং ধরছি একটা নতুন ধারাবাহিক সন্ধ্যে ৬টায় দেখানো শুরু হবে। সেই হিসেবেই প্রস্তুতি নিচ্ছি। আমার মনে হয় গল্প ভালো লাগলে ৮টা কেন ৬টাতেও দেখবেন দর্শক।’
এছাড়াও বর্তমানে ধারাবাহিকের গল্প নিয়ে মিঠাই ভক্তদেরও অভিযোগের শেষ নেই। মিঠাই এবং সিদ্ধার্থের কোনো রোমান্সই দেখা যাচ্ছে না। বাকি পার্শ্ব চরিত্র গুলি বেশি প্রাধান্য পাচ্ছে। এবারে দেখার অপেক্ষা আগামী দিনে কি হতে চলেছে ধারাবাহিকে। দর্শকদের চাহিদা কি পূরণ করতে পারে ধারাবাহিক কতৃপক্ষে। নাকি এই বছরই শেষ হয়ে যাবে জনপ্রিয় এই ধারাবাহিক।
Comments are closed.