পুজোর রেশ এখনো কাটেনি, আর তারই মধ্যে টলিউডে দুঃখের ছায়া! প্রয়াত হলেন ৯০ এর দশকের জনপ্রিয় অভিনেতা চন্দ্রলাল চৌধুরী
পুজোর মরশুমে শক্তির আরাধনা সম্পন্ন হয়েছে। সে পুজোর রেশ এখনো কাটেনি। বাঙালির ঘরে ঘরে গতকাল সম্পন্ন হয়েছে দেবী লক্ষ্মীর আরাধনা। এই দিনই দুঃখের ছায়াও ছড়ালো ইন্ডাস্ট্রিতে। কোজাগরী লক্ষ্মী পুজোতেই সকলের মন খারাপ করে বিদায় নিলেন জনপ্রিয় যেন অভিনেতা চন্দ্রলাল চৌধুরী। এই সংবাদের দুঃখের ছায়া চারিপাশে।
বাংলা অভিনয় জগতের একজন লোক প্রিয় অভিনেতা ছিলেন চন্দ্র লাল চৌধুরী। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৭৯ বছর। অভিনেতা কাজ করেছেন ৯০ এর দশকের একাধিক সুপারহিট সিনেমাতে। চন্দ্রলাল নামের থেকে চাঁদু নামেই জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেতা। জনপ্রিয় পরিচালক অঞ্জন চৌধুরীর বিভিন্ন সিনেমাতে দেখতে পাওয়া গিয়েছে তাঁকে।কমেডিয়ান থেকে ভিলেন একাধিক চরিত্রে দেখতে পাওয়া গিয়েছে তাঁকে। নিজের কাজের জন্য পেয়েছেন যথেষ্ট জনপ্রিয়তা। তাই খুব স্বাভাবিকভাবেই অভিনেতার মৃত্যুতে শোকগ্রস্ত টলিউড।
অভিনেতার পরিবার সূত্রে জানা গিয়েছে চলতি বছরের দূর্গা পূজার বিজয় দশমীর দিন থেকে এর হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন অভিনেতা। বিষয়টিকে একেবারে ফেলে না রেখে সঙ্গে সঙ্গেই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। অভিনেতাকে হাসপাতালে রাখা হয় লাইফ সাপোর্ট সিস্টেম দিয়ে। কিন্তু শেষ পর্যন্ত জীবন যুদ্ধে জয়ী হতে পারলেন না অভিনেতা। লক্ষী পূজার মতো শুভদিনে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।
একাধিক সিনেমাতে বিভিন্ন চরিত্রে কাজ করেছেন অভিনেতা। সেখানে তাঁর কাজ যথেষ্ট খ্যাতি অর্জন করেছে। “ছোট বউ”, “মেজ বৌ”, “বড় বৌ” থেকে শুরু করে “শ্রীমান ভূতনাথ” হয়ে “মুখ্যমন্ত্রী” ইত্যাদি অনেকগুলি জনপ্রিয় সিনেমা রয়েছে অভিনেতার ঝুলিতে। এছাড়াও কলকাতা দূরদর্শনের “রঙ্গরস” নামক অনুষ্ঠানটিতে কৌতুক শিল্পী রুপে নিয়মিত অংশগ্রহণ করতেন তিনি। বর্ষীয়ান অভিনেতা চন্দ্রলালের হাত ধরে আজকের বহু অভিনেতা এসেছেন অভিনয় জগতে। ঠিক এমন একজন অভিনেতা হলেন সাহেব ভট্টাচার্য।
সুতরাং অভিনেতা চন্দ্রলালের মৃত্যুতে শোকগ্রস্ত সাহেব। সোশ্যাল মিডিয়াতে অভিনেতা সম্পর্কে সাহেব লিখেছেন, “চলে গেলেন ৯০’ এর দশকের অন্যতম চরিত্র অভিনেতা চাঁদু চৌধুরী। চাঁদু জেঠুর হাত ধরে আমি প্রথম বার যাই ডিরেক্টর অঞ্জন চৌধুরীর সঙ্গে NT-1 স্টুডিওতে। আমার জীবনের প্রথম ছবি ‘সংঘর্ষ’ তার সুবাদে পাওয়া। তাঁর আত্মার শান্তি কামনা করি। ভালো থেকো চাঁদু জেঠু”। শুধু সাহেব নয় ইন্ডাস্ট্রির বহু কলাকুশলী শোক প্রকাশ করেছেন অভিনেতার মৃত্যুতে।
Comments are closed.