গোয়ায় তৃণমূল কংগ্রেসকে বাধা গোয়া সরকারের। তৃণমূলের ক্যাম্পেইন লঞ্চ অনুষ্ঠান বন্ধ করে দিল দ্বীপ রাজ্যের সরকার। তৃণমূলের দাবি চার দিন আগেই এই অনুষ্ঠানের অনুমতি নিয়ে রেখেছিল তাঁরা। ক্ষোভে ফেটে পড়েছেন গোয়ায় তৃণমূল সংগঠন।
শনিবারই দিনহাটা থেকে গোয়ার সরকার গড়বে তৃণমূল কংগ্রেস বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের সর্বভারতীয় সাধার সম্পাদক অভিষেক ব্যানার্জি। এরই মাঝে ২৮ অক্টোবর ৪ দিনের গোয়া সফরে যাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। এরপরেই তৃণমূলের ক্যাম্পেইন লঞ্চ অনুষ্ঠান মাঝপথেই বন্ধ করে দিল গোয়া প্রশাসন। সামনের বছর ফেব্রুয়ারি মাসে দ্বীপরাজ্য বিধানসভা নির্বাচন।
তৃণমূল কংগ্রেসে যোগদান করেন গোয়ার প্রাক্তন দুবারের মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো। এরপর তাঁকে দলের সর্বভারতীয় সহ-সভাপতি পদে নিযুক্ত করে মমতা ব্যানার্জি।
Comments are closed.