২৪ জানুয়ারি থেকে ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার, চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত

সরকারি পরিষেবা মানুষের কাছে পৌঁছে দিতে আবার তৎপর রাজ্য সরকার। আগামী ২৪ জানুয়ারি শুরু হচ্ছে দুয়ারে সরকার শিবির, চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত। এলাকায় এলাকায় লক্ষাধিক ক্যাম্প চালিয়ে মোট ৩৭টি জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধার জন্য আবেদন গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে নবান্নর পক্ষ থেকে।

২০২৩ সালের ১৫ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আয়োজিত হয়েছিল শেষ দুয়ারে সরকার। সেখানে ৩৬টি প্রকল্পের আবেদন গ্রহণ করা হয়েছিল। এবার সেগুলির সঙ্গেই যোগ হচ্ছে ‘কৃষি যন্ত্রাংশ কেনার আর্থিক সাহায্য’ সংক্রান্ত প্রকল্প। নবম দুয়ারে সরকার শিবিরে খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্যভাতা, কৃষকবন্ধু, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের আবেদন করার পাশাপাশি কৃষি যন্ত্রাংশ কিনতে আগ্রহীরাও আবেদন জমা করতে পারবেন।

প্রাপ্ত আবেদন যাচাইয়ের কাজ চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। জানুয়ারির শেষে দুয়ারে শিবির আয়োজনের জন্য প্রশাসনিক বৈঠক থেকে নবান্নের শীর্ষ কর্তাদের দায়িত্ব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আসন্ন দুয়ারে সরকার শিবির নিয়ে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকারের পরিকল্পনা ও পরিসংখ্যান দপ্তর। এই বিজ্ঞপ্তি অনুযায়ী রবিবার ও ছুটির দিন ছাড়া সপ্তাহের প্রতিদিনই চলবে এই শিবির। খাদ্য, স্বাস্থ্য, কৃষি, আদিবাসী উন্নয়ন, সমাজ কল্যাণ, অর্থ সহ ১৮টি দপ্তরের প্রকল্পের আবেদন গ্রহণ করা হবে এবারের দুয়ারে সরকার শিবিরে।

Comments are closed.