নারী সুরক্ষায় ‘উইনার্স’ বাহিনীর জন্য আরও ৬৫০টি নতুন স্কুটি কেনার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। খুব তাড়াতাড়ি ওই স্কুটি তুলে দেওয়া হবে পুলিশের প্রমীলা বাহিনীর হাতে।
মূলত নারী সুরক্ষার কথা চিন্তা করে রাজ্য পুলিশের কর্তারা কলকাতা পুলিশের মতন মহিলা কনস্টেবলদের নিয়ে প্রমীলা বাহিনী ‘উইনার্স’ তৈরি করেছেন। উইনার্স বাহিনীর প্রতিটি দলে ১০ থেকে ২০ জন সদস্য থাকেন। টিমের সদস্যা-সংখ্যা বাড়ানোর জন্যই আরও স্কুটি কেনা হচ্ছে বলেই পুলিশ সূত্রের খবর।
নারী নির্যাতন রুখতে ইতিমধ্যেই রাস্তায় নেমেছেন মহিলা বাহিনী ‘উইনার্স’। মহিলা কলেজ, বাজার, শপিং মলের মতো জায়গায় মোতায়েন থাকেন পুলিশের প্রমীলা বাহিনী। মহিলাদের কোনও অসুবিধা দেখলেই ঝাঁপিয়ে পড়েন তাঁরা। তাঁদের সঙ্গে যোগাযোগ থাকে পুলিশের কন্ট্রোল রুমের। এবার উইনার্স টিমের জন্য আরও স্কুটি কেনার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। চলতি মাসের মধ্যেই ওই অতিরিক্ত স্কুটি চলে আসবে রাজ্য পুলিশের হাতে।
Comments are closed.