আরও মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবার থেকে মূক ও বধির শিশু প্রতি চিকিৎসায় ২০ লক্ষ দেবে রাজ্য সরকার। এতদিন এই খরচ দিত রাজ্য সরকার। কিন্তু প্রয়োজনের তুলনায় যোগান অনেক কম ছিল। এবার থেকে এই দায়িত্ব নিল রাজ্য সরকার। আগে ১০০ জন শিশুর পরিবার আবেদন করলে মাত্র ৫ জন এই সুবিধা পেতেন। এখন আবেদন করলেই এই সুবিধা মিলবে বলে জানা গিয়েছে।
রাজ্যের রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, ২৭টি সুপার স্পেশালিটি হাসপাতালে এই সুবিধা পাওয়া যাবে। এরমধ্যে যেকোনও একটি সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালেই হবে শিশুর চিকিৎসা। যেসব শিশু কথা বলতে পারেনা তাঁরা বিনামূল্যে ককলিয়া যন্ত্র পেয়ে যাবে। স্বাস্থ্যভবনের সেন্ট্রাল মেডিকেল স্টোরস এই ককলিয়া যন্ত্র দেবে। শিশুর পরিবার চিকিৎসার জন্য পেয়ে যাবে ১৫ থেকে ২০ লক্ষ টাকা। এই টাকার মধ্যে থাকবে ককলিয়া যন্ত্রের ৬ লক্ষ টাকাও।
বাংলায় জন্মগত ভাবে মূক ও বধির শিশুদের সংখ্যা অনেক। বাংলাকে মূক ও বধির শিশু শুন্য করতে এই উদ্যোগ রাজ্যের। প্রতি বছরই শতাধিক শিশুর অভিভাবকরা রাজ্যের স্বাস্থ্য দফতরে কৃত্রিম অন্তঃকর্ণ বা ককলিয়া যন্ত্রের জন্য আবেদন করত। কিন্তু এতদিন ধরে সেই যন্ত্র দিত কেন্দ্র সরকার। কিন্তু যা চাহিদা ছিল, সেই পরিমাণ যন্ত্র দিতে পারত না কেন্দ্র। তাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেই উদ্যোগ নিয়ে মূক ও বধির শিশুদের খরচের ভার নেন।
Comments are closed.