বেআইনি কয়লা খাদান মামলায় এবার ইসিএল-কে তীব্র ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির এজেলাসে এই মামলা চলাকালীন বিচারপতি বিন্দল ইসিএলের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এতদিন ধরে কী আপনারা ঘুমিয়ে ছিলেন? আগে কেন আদালতের দৃষ্টি আকর্ষণ করেননি?
বুধবার শুনানিতে ইসিএল-এর আইনজীবী বলেন, ২০১৩ সালে বেআইনি কয়লা পাচার নিয়ে মামলা হয়। তারপর পাচার রুখতে এবং বিষয়টির নজরদারির জন্য হাইকোর্ট রাজ্য সরকারকে একজন নডাল অফিসার নিয়োগের নির্দেশ দিয়েছিল। রাজ্য সরকার তা মানেনি। সেই সঙ্গে এই মামলায় কোর্টের একাধিক নির্দেশ অমান্য করেছে বলেও রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ করে ইসিএলের আইনজীবী।
ইসিএল আইনজীবীর সাওয়ালের পরেই তীব্র ক্ষোভ প্রকাশ করেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। তিনি বলেন, ২০১৩ সালের মামলা। এতদিন কী ঘুমাচ্ছিলেন? আগে কেন এই বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেননি?
ইসিএলকে ভর্ৎসনার পাশাপাশি এদিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনারকে হাজিরা দেওয়ার নির্দেশ দেন। আগামী ১১ নভেম্বর ভার্চুয়ালি পুলিশ কমিশনারকে হাজিরা দেওয়ার নির্দেশ দেয় কোর্ট।
Comments are closed.