শুভেন্দু অধিকারী অভিযোগের ভিত্তিতে রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের অনুমতির তাঁকে লালগড়ের নেতাইয়ে ঢুকতে দেয়নি পুলিশ। তাঁর বাড়ির ওপর অতিরিক্ত নজরদারি চালানো হচ্ছে।বাড়ির দরজা, জানালা লক্ষ্য করে সিসিটিভি লাগানো হয়েছে। এইসব অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতার এই অভিযোগের ভিত্তিতে রাজ্যের কাছে রিপোর্ট তলব করল হাইকোর্ট। ১৯ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি।
কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে গত সপ্তাহে শহীদ স্মরণে নেতাই যান শুভেন্দু। কিন্তু সেখানে তাঁকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। ফের হাইকোর্টে আবেদন করেন তিনি। এই মামলায় সোমবার উচ্চ আদালত রাজ্যের কাছে রিপোর্ট তলব করে। বিচারপতি এক সপ্তাহ সময় দিয়েছে রাজ্যকে।
Comments are closed.