দিল্লি জয়ের লক্ষ্যে মমতা ব্যানার্জি, বাংলায় জনমুখী প্রকল্প চালু করতে বিশেষ সচিব নিয়োগের ভাবনা নবান্নের

বাংলায় তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেই গোটা দেশজুড়ে জনপ্রিয়তা পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবার প্রধানমন্ত্রী হওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন তৃণমূল নেত্রী। ত্রিপুরা, গোয়া ও অসমে নিজেদের সংগঠন শক্তিশালী করেছে তৃণমূল। কিন্তু মমতা ব্যানার্জী রাজ্যের বাইরে গিয়ে কাজ করলে বাংলায় বিভিন্ন জনমুখী প্রকল্প চালু করবেন কে? এই প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠেছে তৃণমূলের। তাই এবার নতুন নতুন জনমুখী প্রকল্প চালু করতে রাজ্য সরকারের বিভিন্ন দফতরে বিশেষ সচিব পদ চালু করতে চাইছে নবান্ন। নবান্ন সূত্রের খবর বিশেষ সচিবদের কাজ হবে নতুন নতুন জনমুখী প্রকল্প তৈরি করা। কন্যাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, লক্ষ্মীর ভাঁড়ারের মত একাধিক জনমুখী প্রকল্প চালু করেছেন মমতা ব্যানার্জি। আর এইসব প্রকল্পের ফলাফল দেখা গেছে একুশের নির্বাচনে।

জানা গেছে, রাজ্য সরকার ৩০টি দফতরে বিশেষ সচিব নিয়োগ করবে। আগামী নভেম্বরে মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হবে। এরপর মুখ্যমন্ত্রীর সবুজ সঙ্কেত পেলেই কাজ শুরু হবে। এই বিশেষ সচিবদের বেতন হবে মাসে ২ লক্ষ টাকা। নবান্ন সূত্রে খবর, নতুন নতুন জনমুখী প্রকল্প তৈরি করাই হবে বিশেষ সচিবদের অন্যতম কাজ। কয়েক বছর আগে কেন্দ্রীয় সরকারও এই পদক্ষেপ নিয়েছিল।

Comments are closed.