জমির পরচা, মিউটেশন সহ যাবতীয় কাজ বাংলা ভাষায় অনলাইনে করার উদ্যোগ রাজ্যের

জমি কেনার পর তার পরচা নিজের নামে করানোর জন্য এবার থেকে অনলাইনে বাংলা ভাষায় আবেদন করা যাবে। এর ফলে গ্রাম বাংলায় বহু মানুষ উপকৃত হবেন। পরচার আবেদন এখন করতে হয় অনলাইনে। অনেক ক্ষেত্রেই গ্রামের মানুষকে এই আবেদনের জন্য নির্ভর করতে হয় দালালদের উপর। কারণ, অনলাইনের মাধ্যমে আবেদন করতে হলে সব তথ্যই দিতে হয় ইংরেজিতে। বাংলা ভাষায় এই সুবিধা না থাকায় সমস্যায় পড়তে হয় অনেককে।

এবার এই সমস্যা দূর করতে চলেছে রাজ্য সরকার। অনলাইনে বাংলা ভাষায় যাতে প্রচার আবেদন করা যায় সেই সুবিধা আনার কাজ শুরু হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।
ভূমি ও ভূমি সংস্কার দফতরের কাজে স্বচ্ছতা বৃদ্ধির কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক মহলের মতে, স্বচ্ছতা বৃদ্ধির ক্ষেত্রে ই-পরিষেবা একটি বড় হাতিয়ার। অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া যত বেশি সহজ করা যাবে, ততই উপকার পাবেন সাধারণ মানুষ। আবেদনকারী নিজের নাম, অভিভাবকের নাম, ঠিকানা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবার যাতে সরাসরি বাংলা ভাষায় লিখতে পারেন, সেই ব্যবস্থাই করতে চলেছে সরকার। বাংলা ছাড়াও কয়েকটি আঞ্চলিক ভাষাতেও এই সুবিধা আনার ভাবনা চিন্তা শুরু করেছে প্রশাসন।

এখন মিউটেশন, জমির চরিত্র বদল, ওয়ারিশ অ্যাপ্লিকেশন সবই করা যায় ভূমি ও ভূমি সংস্কার দফতরের ‘বাংলার ভূমি’ ওয়েবসাইটে। অনলাইনে যে কোনও আবেদন জমা করার পর এসএমএস-এর মাধ্যমে তার প্রাপ্তিস্বীকার চলে আসে আবেদনকারীর মোবাইলে। তবে এখন তা আসে ইংরেজিতে। আগামী দিনে এই এসএমএস বাংলায় পাঠানো হবে বলে জানা গিয়েছে।

Comments are closed.