প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য, বয়স হয়েছিল ৮০ বছর, শোকের ছায়া বাংলার রাজনৈতিক মহলে

প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা নাগাদ পাম অ্যাভেনিউয়ের বাড়িতে জীবনাবসান হয় বুদ্ধদেববাবুর। বয়স হয়েছিল ৮০ বছর। বুদ্ধদেববাবুকে শ্রদ্ধা জানাতে তাঁর বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বুদ্ধদেববাবুর মৃত্যুর খবর পেয়ে শোকের ছায়া নেমে আসে বাম নেতা, কর্মীদের মধ্যে।

বৃহস্পতিবার দুপুরে বুদ্ধদেববাবুর মরদেহ পিস ওয়ার্ল্ডে নিয়ে যাওয়া হয়। শুক্রবার সকালে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় বিধানসভায়। সেখানে তাঁকে শ্রদ্ধা জানান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী, বিধায়করা। বিধানসভা থেকে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় আলিমুদ্দিন স্ট্রিটে।

২০০০ সালের নভেম্বরে মুখ্যমন্ত্রী হন বুদ্ধদেব ভট্টাচার্য। গত কয়েক বছর ধরেই শারীরিকভাবে খুবই অসুস্থ ছিলেন বুদ্ধদেববাবু। একদিকে সিওপিডির সমস্যায় ভুগছিলেন। তার সঙ্গে যুক্ত হয়েছিল তাঁর চোখের সমস্যা। গত কয়েক বছর ধরে বাড়ি থেকেই বেরোতে পারেননি বুদ্ধদেববাবু।

Comments are closed.