দূষণের মাত্রা ভয়াবহ, ওয়ার্ক ফ্রম হোমের নির্দেশ দিল্লি সরকারের, সাইকেলে নিয়ে বেরোনোর পরামর্শ

ফের ভয়াবহ দূষণের কবলে রাজধানী দিল্লি। এই অবস্থায় দিল্লিবাসীকে বাড়ি থেকে কাজ করার পরামর্শ দিল কেজরি সরকার। দিল্লির আপ সরকারের পক্ষ থেকে বলা হয়, বাইরে গেলে সাইকেল নিয়ে যাতায়াত করা শ্রেয়। যাঁদের বাড়ি থেকে কাজের ক্ষেত্রে সমস্যা রয়েছে তাঁদের কর্মক্ষেত্রে যাতায়াতের জন্য কারপুলিং অথবা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

দিল্লিতে বায়ু দূষণ এত পরিমাণে বেড়ে গিয়েছে, ইতিমধ্যেই শ্বাসকষ্ট শুরু হয়েছে সাধারণ মানুষের। এই অবস্থায় শুক্রবার সরকারের পক্ষ থেকে একটি বৈঠক করা হয়। সেই বৈঠক থেকে বাড়ি থেকে কাজ করার কথা জানানো হয়। বায়ু দূষণের কারণে দিল্লি সরকারের পক্ষ থেকে বলা হয়, অপ্রয়োজনীয় নির্মাণ বা বাড়ি ভাঙার কাজ বন্ধ রাখতে হবে। দিল্লিতে গত ২৪ ঘন্টায় এয়ার কোয়ালিটি ইনডেস্ক ছিল ৩৯৯। এয়ার কোয়ালিটি ইনডেস্ক ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে তা দূষণ বলে বিবেচিত হয়। ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে তা অতি দূষণ হিসেবে বিবেচিত হয়। ৪০১ থেকে ৫০০ এর মধ্যে থাকলে তা ভয়াবহ বলে বিবেচিত হয়। কয়েকদিন আগেই রাজধানী দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স ৪৩১ হয়েছিল। সেই সময় প্রাথমিক স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল কেজরিওয়াল সরকার। ফের বায়ু দূষণ বেড়ে যাওয়ায় এবার বাড়ি থেকে কাজ করার পরামর্শ দিল্লি সরকারের।

অন্যদিকে  কেন্দ্রীয় আবহাওয়া দফতর (আইএমডি)-এর কর্তাদের মতে, শনিবার সন্ধেয় ঘন কুয়াশায় ঢেকে যাবে দিল্লি। বছর শুরুর দিন অর্থাৎ ১ জানুয়ারি রাজধানীতে কনকনে ঠান্ডার পরিস্থিতি থাকবে।

Comments are closed.