ধেয়ে আসছে ‘তওকতে’, প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা তিন রাজ্যে

শুক্রবার থেকেই লাক্ষাদ্বীপ-সহ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে

একেই দেশে করোনার ঝড়। তার উপর নতুন সঙ্কট। ধেয়ে আসছে ঘুর্ণিঝড় ‘তওকতে’। ইতিমধ্যেই মহারাষ্ট্র, কেরল এবং গুজরাতে ভারি বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। শুক্রবার থেকেই লাক্ষাদ্বীপ-সহ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে।

আরব সাগরে সৃষ্টি হওয়া এই নিম্নচাপটি ঘুর্ণিঝড়ের আকার নিয়ে রবিবার বা সোমবার দক্ষিণ উপকূলবর্তী এলাকাগুলিতে আছড়ে পড়বে বলে মনে করছে আবহাওয়া দফতর। ঘুর্ণিঝড় তওকতের কারণে শুক্রবার কেরলের পাঁচ জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

অন্যদিকে গুজরাটে এই ঘুর্ণিঝড় মঙ্গলবার আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। ঘুর্নাবর্তের জেরে রাজস্থানের দক্ষিণ-পশ্চিম এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরব সাগরের উপর অবস্থান করে তওকতে শক্তি সঞ্চয় করছে। এর ফলে জায়গা বিশেষে এই ঝড়ের গতিবেগ প্রতি ঘণ্টায় ৪০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে, আশঙ্কা আবহাওয়াবিদদের।

পরিস্থিতি মোকাবিলা করতে ইতিমধ্যেই এনডিআরএফের ৫৩টি দলকে তৈরি রাখা হয়েছে। এর মধ্যে ২৪টি দলকে ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় পাঠানো হয়েছে। বাকি দলগুলিকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে বলে জানিয়েছে রাজ্য প্রশাসন।

Comments are closed.