স্কুলের পোশাকে বিশ্ব বাংলার লোগো ব্যবহারের সিদ্ধান্ত রাজ্যের। সিদ্ধান্ত বাতিলের আর্জি জানিয়ে হাই কোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। সোমবার সৌমেন হালদার নামে এক ব্যক্তি মামলা দায়ের করে। মামলাকারী আইনজীবীর দাবি, স্কুলের পোশাক নীল-সাদা করার বিষয়টি নিয়ে আমাদের কোনও আপত্তি নেই। কিন্তু পোশাক বিশ্ব বাংলার লোগো ব্যবহার করা নিয়ে আপত্তি জানাচ্ছি। কারণ বিশ্ব বাংলার লোগোটি বিভিন্ন সরকারি ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাই ওই লোগোটি স্কুলের ইউনিফর্মে ব্যবহার করা ঠিক নয়। এই মামলার পরবর্তী শুনানি হওয়ার সম্ভাবনা ৩১ মার্চ।
উল্লেখ্য, কয়েকদিন আগে রাজ্যের সব স্কুলের ইউনিফর্মের রঙ নীল-সাদা হবে বলে জানায় নবান্ন। রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি বয়ন শিল্পকে চাঙ্গা করতে নয়া উদ্যোগ নেয় রাজ্য সরকার। রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি বয়ন শিল্পকে চাঙ্গা করতে রাজ্যের বিভিন্ন বয়ন সংস্থা থেকে কাপড় তৈরী হবে এই ইউনিফর্ম বলে জানা যায়। এতে একদিকে যেমন রাজ্যের কর্মসংস্থান বাড়বে অন্যদিকে আর্থিকভাবে লাভের মুখ দেখবে রাজ্য সরকার।
রবিবার নির্দেশিকা জারি করে সরকারি স্কুলে নীল ও সাদা রঙের পোশাকের সঙ্গে বিশ্ব বাংলার লোগো ব্যবহারের কথা বলা হয়েছে স্কুলগুলিকে। পড়ুয়ারা যে স্কুলের ব্যাগ এবং জুতো পাবে, তাতেও সরকারি লোগো থাকবে বলে বার্তা দেওয়া হয়েছে। এই লোগো ব্যবহারের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা।
Comments are closed.