দীর্ঘ প্রতীক্ষার অবসান হল। পুজোর আগেই খুলে গেল শিলিগুড়ির বালাসন সেতু। কিন্তু ভারী যান চলাচলে জারি হয়েছে নিষেধাজ্ঞা। ১৫ টনের বেশি ভারী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সোমবার থেকে যান চলাচল শুরু হয়েছে সেতু দিয়ে। খুশি এলাকাবাসীরা। এই সেতু চালু হওয়ার ফলে গাড়ি নিয়ে শিলিগুড়ি থেকে দার্জিলিং অথবা সিকিম যাওয়া আরও সহজ হল। বিমান পথেও যাতায়াত অনেক সহজ হল। বাগডোগরা বিমানবন্দরে থেকেই মাটিগাড়া হয়ে পর্যটকেরা পাহাড়ে যেতে পারবেন।
এদিন সকালে সেতু পরিদর্শনে যান শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং পুলিশ কমিশনার গৌরব শর্মা। শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানিয়েছেন,পুজোর আগে এই সেতুবখুলে যাওয়ায় পর্যটক ও সাধারণ মানুষের সুবিধা হবে। খুব তাড়াতড়ি কাজ শেষ করার জন্য পূর্ত দফতরকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, গত বছর ভারী বৃষ্টির জেরে বালাসন সেতুর একাংশ ধসে যায়। এরপর সেতু দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেইলি ব্রিজ দিয়ে একমুখী ছিল যান চলাচল। শেষমেশ ২ কোটি টাকা খরচ করে বালাসন সেতু সংস্কার করা হয়।
Comments are closed.