পুরভোটের গণনা ২ মার্চ। আর ওইদিনই রাজ্যে বাজেট অধিবেশন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু গণনার জন্য পিছিয়ে দেওয়া হল রাজ্যে বাজেট অধিবেশন।
২ মার্চ ১০৮ পুরসভার ভোট গণনার দিন ধার্য করা হয়েছে। আর ভোটগ্রহণ হবে ২৭ ফেব্রুয়ারি। অনেক বিধায়ক উপস্থিত থাকতে পারবেন না বাজেট অধিবেশনে। তাই পিছিয়ে দেওয়া হয়েছে বাজেট অধিবেশনের দিন। কিন্তু কবে হবে রাজ্য বাজেট। জানা গিয়েছে, ৩ মার্চ বারাণসী সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাই ৭ মার্চ রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশনের শুরু হবে। সেদিন রাজ্যপাল জগদীপ ধনখড় বিধানসভায় ভাষণ দেবেন। এরপরেই শুরু হবে রাজ্যের বাজেট অধিবেশন। সবকিছু ঠিক থাকলে ৯ মার্চ রাজ্য বাজেট পেশ করা হতে পারে। মুখ্যমন্ত্রীর হাতেই রয়েছে রাজ্যের অর্থ দফতর। তাই এই দায়িত্ব সামলাবেন মমতা ব্যানার্জি।
বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জি জানিয়েছেন, ৭ তারিখ অধিবেশন আরম্ভ হওয়ার কথা রয়েছে।
Comments are closed.