এবার প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পী কিশোর কুমারের নামে হতে চলেছে মেট্রো স্টেশন। নবান্ন সম্মতি দিলেই কিশোর কুমারের নামেও হবে মেট্রো স্টেশন। এই খবরে খুশি কিশোর প্রেমীরা।
কলকাতার বিভিন্ন মেট্রো স্টেশন এক এক শিল্পীর নামে। বাংলা ও বাঙালির গর্ব শিল্পীদের নামে মেট্রো স্টেশনের নামকরণ করা হয়েছে। যেমন, রুবি স্টেশনের নামকরণ হচ্ছে হেমন্ত মুখার্জী। আর এবার জানা গেল, কোনও এক মেট্রো স্টেশনের নাম হবে কিশোর কুমারের নামে। মেট্রোর কাছে কিশোর কুমারের নামে মেট্রো স্টেশন করার আবেদন আগেই জানিয়েছিল তাঁর অনুরাগীরা। কিন্তু মেট্রোর তরফে জানানো হয়, রাজ্যের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। রাজ্য সম্মতি দিলেই সেই প্রস্তাব কেন্দ্রের কাছে পাঠানো হবে। এরপরই চূড়ান্ত হবে নামকরণ।
কিশোর কুমার অনুরাগীরা জানিয়েছেন, আগামী ৪ অগাস্ট কিশোরের জন্মদিন। তাই ৪ আগস্টের আগে এই নামকরণ হলে ভালো হবে।
Comments are closed.