পুজোর সময় বাড়বে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা! আজই নবান্নে বৈঠক মুখ্য সচিবের

রাজ্যজুড়ে ক্রমশ বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। এবার ডেঙ্গি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে বসতে চলেছেন মুখ্য সচিব হরেকৃষ্ণ দ্বিবেদী। শুক্রবার নবান্নে জরুরী বৈঠক ডাকেন তিনি। বৈঠকে প্রত্যেক জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের ভার্চুয়ালি ডাকা হয়েছে।

এছাড়া বৈঠকে থাকবেন স্বাস্থ্য, পূর্ত, তথ্য ও সংস্কৃতি,সেচ, জলপথ ও পরিবহণ দফতরের সচিবরাও উপস্থিত থাকবেন বৈঠকে। রাজ্যে একদিনে ডেঙ্গি আক্রান্ত হচ্ছেন প্রায় ১ হাজার জন। সবথেকে খারাপ অবস্থা উত্তর ২৪ পরগনার। এই অবস্থায় বৈঠক ডাকলেন মুখ্য সচিব।

উল্লেখ্য, সামনেই পুজো। আর পুজোর সময় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন চিকিত্‍সকরা। ডেঙ্গির দাপট থাকবে নভেম্বর পর্যন্ত বলে জানিয়েছেন চিকিৎসকদের একাংশ। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত এক সপ্তাহে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েছে ৪ হাজার ২২৪। হাওড়ায় গত এক সপ্তাহে ডেঙ্গি আক্রান্ত বেড়েছে ৫১৬ জনের। মুর্শিদাবাদে এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৫০৫ জন। এখনও পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ২৯২। এই অবস্থায় পুজোর আগে হাসপাতালগুলি কীভাবে প্রস্তুতি নিচ্ছে সেই নিয়ে আলোচনা হবে বৈঠকে।

 

Comments are closed.