দেশে বেড়েই চলেছে করোনার নতুন প্রজাতি ওমিক্রন সংক্রমণের সংখ্যা। শনিবার দিল্লিতে ফের এক ব্যক্তির শরীরে পাওয়া গেছে ওমিক্রন ভাইরাস। এই পরিস্থিতিতে বাংলার মুখ্যসচিবকে চিঠি দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব। বাংলার সঙ্গে আরও ১০ রাজ্যকে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব।
কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিবদের চিঠি দিয়েছেন। এর আগেও রাজ্যগুলিকে সতর্ক করে চিঠি দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ। মুখ্যসচিবদের পাঠানো চিঠিতে একগুচ্ছ নির্দেশিকা দিয়েছিলেন রাজেশ। নির্দেশিকায় জানানো হয়েছিল, বাইরের দেশ থেকে আসা বিমানযাত্রীদের প্রতি কড়া নজর রাখতে হবে। করোনা টেস্টের সংখ্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়। কোভিড পজিটিভ ব্যক্তির হদিস মেলার সঙ্গে সঙ্গে তাঁকে আইসোলেশনে রাখার নির্দেশ দেওয়া হয়। তাঁর প্রত্যক্ষ ও পরোক্ষ সংস্পর্শে আসা ব্যক্তিদের তালিকা প্রস্তুত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়। এ ছাড়াও টিকাকরণ কর্মসূচির গতিও বাড়ানোর পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব।
ইতিমধ্যেই ওমিক্রন আতঙ্কে মুম্বইয়ে দুই দিনের জন্য জারি করা হয়েছে ১৪৪ ধারা। মুম্বইয়ে ওমিক্রন আক্রন্ত রোগীর সন্ধান পাওয়ার পরে মহারাষ্ট্র সরকার এই পদক্ষেপ নিয়েছে। এ ছাড়া সমাবেশ, মিছিলের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
Comments are closed.