জনপ্রিয় চকলেট কোম্পানি কিটক্যাট বাজারে নিয়ে আসলো নতুন ‘উচ্ছেবাবু কিটক্যাট’ সোশ্যাল মিডিয়ার ভাইরাল হল সেই ছবি

বর্তমানে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাইয়ের হাত ধরে সিদ্ধার্থ অর্থাৎ অভিনেতা আদৃত রায় যে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছে সেটা আমরা প্রত্যেকেই জানি। বর্তমানে বাংলার ক্রাশ বলতে প্রথমে আদৃত রায়ের নামটাই মাথায় আসে। বাংলার হাজার হাজার নারীর ক্রাশ অথবা স্বপ্নের পুরুষ বলা যেতে পারে তাকে। আর মিঠাই ধারাবাহিকের জনপ্রিয়তাও দর্শকমহলে দেখাই যায়। সেই ধারাবাহিককে একবার সকলের প্রিয় মিঠাইরানী বরের নামে এক প্রতিযোগিতায় মিষ্টি বানিয়েছিল। আর তার নাম নিয়েছিল উচ্ছেবাবু সন্দেশ। তারপর থেকেই বিভিন্ন মিষ্টির দোকানে সেই সন্দেশ বিক্রি হতে শুরু করল। তবে শুধুমাত্র এই উচ্ছেবাবু সন্দেশেই আটকে থাকেনি মিঠাই ভক্তরা। একে একে তারা বানিয়ে ফেলেছেন উচ্ছেবাবু মোমো, উচ্ছেবাবু ফুচকা, উচ্ছেবাবু রসগোল্লা আরো কত কি।

সবুজ রংযুক্ত কিছু দেখলেই সেটাকে উচ্ছেবাবু নামের সঙ্গে জুড়ে দিচ্ছে মিঠাই ভক্তরা। অন্যদিকে শুধুমাত্র খাওয়ার জিনিস এই নয় কলকাতার বুকে নাকি দেখা গেছে উচ্ছেবাবু ট্যাক্সি। আর এবারের জনপ্রিয় চকলেটের ব্র্যান্ডেও নাকি উচ্ছেবাবুর নাম জুড়ে দেওয়া হলো। কিটক্যাট ব্র্যান্ডের কথা আমরা প্রত্যেকেই জানি। চকলেট ব্র্যান্ড গুলির মধ্যে এটি অন্যতম জনপ্রিয়। এবারে সেই কিটক্যাট কোম্পানি নাকি বাজারে নিয়ে আসলো উচ্ছেবাবু কিটক্যাট।

সম্প্রতি উচ্ছে বাবু কিটক্যাট এর ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়া জুড়ে। আসলে বর্তমানে আদৃত রায়ের জনপ্রিয়তা আকাশছোঁয়া। তাই মিঠাই ভক্তরা যাই দেখছে সেটাই উচ্ছেবাবুর নাম জুড়ে দিচ্ছে। আসলে কিটক্যাট কোম্পানি তাদের নতুন গ্রিন টি ফ্লেভার এর কিটক্যাট নিয়ে এসেছে বাজারে, যার রং সবুজ। আর সেই কিটক্যাট এর ছবি সোশ্যাল মিডিয়ায় দেখার পর থেকেই মিঠাই ভক্তরা উত্তেজিত হয়ে পড়েছে। সেই জন্যই তারা ওই কিটক্যাটটির ‘উচ্ছেবাবু কিটক্যাট’ নাম দিয়েছে।

Comments are closed.