টানা এক সপ্তাহ ছুটির পর আজ খুলেছে স্কুল, ক্ষতিপূরণের জন্য বাড়তি ক্লাস নেওয়ার নির্দেশ পর্ষদের

তীব্র গরমের জন্য টানা এক সপ্তাহ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছুটির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই ছুটির জন্য যা ক্ষতি হয়েছে পড়ুয়াদের, তা স্কুল খোলার পর পূরণ করার নির্দেশ দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। অতিরিক্ত ক্লাস করতে হবে শিক্ষক শিক্ষিকাদের। এমনই নির্দেশ মধ্যশিক্ষা পর্ষদের। টানা ৭ দিন বন্ধ থাকার পর সোমবার থেকে ফের খুলছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়।

স্কুল ছুটি দেওয়ার সময় এই নির্দেশিকা পাঠানো হলেও ফের একবার সেই নির্দেশিকা দেওয়া হয়েছে পর্ষদের তরফে। এই নির্দেশিকা মানা হচ্ছে কিনা তা সেই বিষয়ে জেলার বিদ্যালয় পরিদর্শকদের কাছে রিপোর্ট নেবে মধ্যশিক্ষা পর্ষদ বলে জানা গিয়েছে।

 

এই বছরের গরমের ছুটি এগিয়ে আনা হয়েছে। মে মাসের শেষ সপ্তাহ থেকে গরমের ছুটি পরার কথা ছিল। কিন্তু ২ মে থেকেই গরমের ছুটি পড়বে বলে জানা গিয়েছে। গরমের ছুটির ফলে স্কুলগুলিতে যেসব ক্লাস নষ্ট হবে। তাও স্কুল খোলার পর অতিরিক্ত ক্লাস করিয়ে পূরণ করার কথা বলেছে মধ্যশিক্ষা পর্ষদ। এমনকি পর্ষদের তরফে রাজ্যের স্কুলগুলিকে অনলাইন ক্লাস করতে বলা হবে বলেও জানা গিয়েছে।

পরীক্ষার আগে যাতে সিলেবাস শেষ হয়ে যায়, তাই সবরকম ভাবে চেষ্টা করার কথা বলা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফে।

Comments are closed.