ওমিক্রন নিয়ে উদ্বেগ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। গঙ্গাসাগরে প্রশাসনিক সভা থেকে মমতা ব্যানার্জি বলেন, সংক্রমণ বাড়লে ফের বন্ধ করে দেওয়া হবে স্কুল, কলেজ। বুধবার এই সভায় শিক্ষাসচিবকে ওমিক্রন নিয়ে পরিস্থিতি পর্যালোচনার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।
প্রশাসনিক বৈঠক থেকে মমতা জানান, সেই রকম হলে ৩ জানুয়ারি থেকে কনটেন্টমেন্ট জোন করে দেওয়া হবে। গঙ্গাসাগরের পরে কমিয়ে দেওয়া হবে লোকাল ট্রেনের সংখ্যা। তিনি ট্রেনে সবাইকে মুখে মাস্ক পরে থাকার নির্দেশ দেন। ৫০ শতাংশ কর্মী নিয়ে ওয়ার্ক ফ্রম হোমের ভাবনায় মমতা।
এদিন তিনি বলেন, গঙ্গাসাগর মেলায় সবাইকে মুখে মাস্ক পরে থাকতে হবে।স্যানিটাইজেশনের ব্যবস্থা করতে হবে যথাযথ।
Comments are closed.