এবার দ্বিতীয় বন্দে ভারত চলবে বাংলায়। গুয়াহাটি থেকে এনজেপি রুটে চলবে দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস। নর্থ-ইস্ট রেলের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানা গিয়েছে, আগামী ১৫ দিনের মধ্যেই দ্বিতীয় বন্দে ভারত আসছে বাংলায়। এপ্রিলের প্রথম সপ্তাহেই উদ্বোধন হতে পারে বাংলার দ্বিতীয় বন্দে ভারত।
রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, সপ্তাহে ২ দিন করে চলবে এই ট্রেন। কিন্তু ভাড়া কত হবে তা এখনও জানা যায়নি। জানা গিয়েছে, বন্দে ভারত এক্সপ্রেসটি নিউ জলপাইগুড়ি ও গুয়াহাটির মাঝে আরও ৩ টি স্টেশনে থামবে। কিন্তু কোন কোন স্টেশনে ট্রেন থামবে তা এখনও জানা যায়নি। ট্রেনের টাইম নির্দিষ্ট জানা না গেলেও ভোররাতে গুয়াহাটি থেকে ছাড়বে বন্দে ভারত বলে জানা গিয়েছে। নিউ জলপাইগুড়ি পৌঁছাবে দুপুরে। দুপুরের পর ওই ট্রেন এনজেপি থেকে গুয়াহাটি যাবে।
উল্লেখ্য, ভারতীয় রেলকে ঢেলে সাজানোর পরিকল্পনা করেছে রেল। রেলের মূল লক্ষ্য উত্তরবঙ্গ। তাই এনজেপি স্টেশনকে সাজানোর পরিকল্পনা করেছে রেল। গুয়াহাটি-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত চালু হলে উত্তরবঙ্গ হয়ে পর্যটকরা গুয়াহাটি যেতে পারবে বন্দে ভারতে।
Comments are closed.