রাজ্যের ৬১ জন বিজেপি বিধায়কের নিরাপত্তা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিল কেন্দ্র। নবান্নে চিঠি পাঠিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। সেই চিঠিতে বলা হয়েছে, এই ৬১ জন বিধায়কের নিরাপত্তার দায়িত্ব থাকবে না কেন্দ্রের। এবার থেকে তাঁদের নিরাপত্তার দায়িত্ব রাজ্যের। বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক পড়েছিল। তেমন ভোট মিটতেই দেখা যায় উলটো ছবি। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন অনেকে। মুকুল রায় ফিরে আসেন তৃণমূলে। গত সপ্তাহে ৩ জন বিজেপি বিধায়ক তৃণমূলে যোগ দেন। এই মুহূর্তে রাজ্যে বিজেপি বিধায়ক ৭১ জন। এদের মধ্যে ৬১ জনের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করছে কেন্দ্র।
রাজ্য বিজেপি সূত্রে খবর, নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী ছাড়া আরও কয়েকজন বিধায়ক শুধুমাত্র কেন্দ্রীয় নিরাপত্তা পাবেন। বিধানসভা নির্বাচনের পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্য সব বিজেপি বিধায়কদের কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার কথা ঘোষণা করে। কিন্তু সেই নিরাপত্তা নিতে অস্বীকার করেন অনেক বিধায়ক। ভোটের পর মোট ৬৬ জন বিজেপি বিধায়ক কেন্দ্রীয় নিরাপত্তা পান। প্রাণহানির আশঙ্কা করে অনেক নেতা আগেই কেন্দ্রীয় নিরাপত্তা পেয়েছিলেন। কিন্তু ভোটের পর দেখা যায় সেইসব নেতা হেরে গিয়েছেন। তবে রাজ্যের সব বিধায়কদের নিরাপত্তা দেয় রাজ্য। তাই কেন্দ্র এই ৬১ জন বিধায়কের নিরাপত্তা প্রত্যাহার করার সিদ্ধান্ত নবান্নকে জানিয়ে দিয়েছে।
Comments are closed.