ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা দেখা দিলেই বাজবে সাইরেন, সিদ্ধান্ত রাজ্য সরকারের

এবার বাংলার উপকূলবর্তী এলাকায় ঘূর্ণিঝড় এলেই বাজবে সাইরেন। অর্থাৎ ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা দেখা দিলেই বাজবে সাইরেন। আর সাইরেনের শব্দ শুনেই নিরাপদ স্থানে সরে যেতে পারবেন বাসিন্দারা। উপকূলের বাসিন্দাদের নিরাপত্তার জন্য এমনই সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার। আম্ফান ও আয়লা থেকে শিক্ষা নিয়ে রাজ্য সরকার আরও সতর্ক পদক্ষেপ নিতে চলেছে। রাজ্যের উপকূলবর্তী দুটি জেলার বাসিন্দার জন্য আরও সতর্ক পদক্ষেপ নিতে চলেছে মমতা ব্যানার্জির সরকার।

পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার উপকূলবর্তী এলাকায় কোনও ঘূর্ণিঝড়ের পূর্বাভাস মিলতেই বেজে উঠবে সাইরেন। নবান্ন সূত্রে জানা গিয়েছে, ঘূর্ণিঝড় আছড়ে পড়ার ২৪ ঘণ্টা আগে থেকেই সাইরেন বাজানো হবে। পুরো বিষয়টি দেখাশোনা করবে রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায় এই সাইরেন বাজানোর মতো পরিকাঠামো গড়ে তোলা হবে। পরবর্তীকালে উত্তর ২৪ পরগনার সুন্দরবন লাগোয়া এলাকাতেও সাইরেন পরিকাঠামো বানানো হবে।

জানা গিয়েছে, এই ৩ জেলায় সাইরেন বাজার জন্য মোট ১৯৩টি টাওয়ার তৈরি করা হবে। এখন, ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পেলে উপকূলবর্তী এলাকায় মাইকিং করে প্রচার করা হয়। কিন্তু এবার ঘূর্ণিঝড় আছড়ে পড়ার ২৪ ঘণ্টা আগে থেকেই সাইরেন বাজানো হবে।

Comments are closed.