আগামী খরিফ মরশুমে সরকারি উদ্যোগে চাষিদের কাছ থেকে ধান কেনার লক্ষ্যমাত্রা ৭০ লক্ষ টন করতে চাইছে খাদ্য দফতর। আগামী অক্টোবর থেকে যে খরিফ মরশুম শুরু হবে, সেখানে ধান কেনা নিয়ে মঙ্গলবার বিশেষ বৈঠক হয়। রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ এবং খাদ্য দফতরের শীর্ষ অফিসাররা সেখানে ছিলেন। ছিলেন ধান ক্রয়ের সঙ্গে যুক্ত বিভিন্ন সরকারি সংস্থার আধিকারিকও। ধান কেনার লক্ষ্যামাত্রা নিয়ে আলোচনা হয় সেখানে।
চলতি খরিফ মরশুমে ৭০ লক্ষ টন ধান কেনার লক্ষ্যমাত্রা ছিল। এখনও পর্যন্ত কেনা হয়েছে প্রায় ৫১ লক্ষ টন ধান। রাজ্যের রেশন গ্রাহকদের এবং বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য আগামী এক বছরে যে চাল লাগবে তা উৎপাদনের জন্য প্রয়োজনীয় ধান ইতিমধ্যেই কিনে ফেলেছে রাজ্য।
ধান কেনার প্রক্রিয়া নিয়ে এদিনের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। অক্টোবর মাসে চাষিদের কাছ থেকে ধান কেনা শুরু হলেও প্রস্তুতির কাজ আগেভাগেই সেরে রাখতে চাইছে খাদ্য দফতর। খাদ্য দফতর সূত্রে খবর, রাজ্যে শতাধিক রাইস মিল এবার যে পরিমাণ ধান নিয়েছে, সেই তুলনায় ব্যাঙ্ক গ্যারান্টি জমার পরিমাণ কম হয়েছে। আগামী মরশুমে এটা করা যাবে না। মিলগুলো যে পরিমাণ ধান নেবে সেই অনুযায়ী ব্যাঙ্ক গ্যারান্টি রাখতে হবে। ধান কেনার ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ দিয়েছে রাজ্য।
Comments are closed.