মূল ভূখণ্ড থেকে গঙ্গাসাগরকে জুড়তে মুড়িগঙ্গা নদীর ওপর সেতু তৈরি কাজ শুরু করতে চলেছে রাজ্য সরকার

ভোট মিটতেই বড় কাজে হাত দিল রাজ্য সরকার। মূল ভূখণ্ডের সঙ্গে গঙ্গাসাগরকে যুক্ত করার কাজ শুরু হতে চলেছে। বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, রাজ্য সরকার মুড়িগঙ্গা নদীর উপর সেতু তৈরি করবে। ভোট মিটতেই সেই ব্রিজ নির্মাণের প্রস্তুতি শুরু করে দিল প্রশাসন। কীভাবে এই সেতুর কাজ শুরু হবে, নদীর উপর কোন অংশ দিয়ে সেটি যাবে, তা নিয়ে কিছু পরিকল্পনা হয়েছে।

সরকার সূত্রে খবর, ইতিমধ্যে এই ব্রিজের প্রাথমিক একটি নকশা তৈরি করেছেন ইঞ্জিনিয়াররা। মুড়িগঙ্গা নদীর উপর বসানো বিদ্যুতের টাওয়ারগুলির সমান্তরালে সেতুটি তৈরি হবে। পূর্ত দফতরের আধিকারিকরা জানাচ্ছেন, সেতু তৈরি করতে অন্তত চার-পাঁচ বছর লাগবে। এই সময় ভেসেল পরিষেবা  যাতে বিঘ্নিত না হয় তা মাথায় রেখেই পরিকল্পনা করা হচ্ছে।

বহু বছর আগে সমীক্ষা করে লট এইট থেকে কচুবেড়িয়া পর্যন্ত বিদ্যুতের টাওয়ারগুলি নির্দিষ্ট রুট ধরে বসানো হয়েছে।  এই পথ ধরেই সেতুটি নিয়ে যাওয়া গেলে বাড়তি পরীক্ষানিরীক্ষা খুব একটা করতে হবে না। সময় এবং খরচ দুইই বাঁচবে। জানা গিয়েছে, প্রস্তাবিত সেতুটির মোট দৈর্ঘ্য হবে ৪.৭৬ কিলো মিটার। লট এইট এবং কচুবেড়িয়ার দিকে অ্যাপ্রোচ রোড তৈরি করতে মোট ১২ একর জমি প্রয়োজন। মুড়িগঙ্গার উপরের অংশ হবে ৩১৬৮ মিটারের। লট এইটের দিকে অ্যাপ্রোচ রোড হবে ৯৩২ মিটার এবং কচুবেড়িয়ার দিকে থাকবে ৬৬০ মিটারের অ্যাপ্রোচ রোড। সেই জমি সরকার কিনে নেবে। এখন তার জন্য সমীক্ষা চালানো হচ্ছে।

Comments are closed.