রাজ্যে অক্সিজেনের অভাব নেই। আরও ১০৫ টি হাসপাতালে পাইপলাইনের মধ্যে দিয়ে অক্সিজেন পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। বিজ্ঞপ্তি দিয়ে জানালো নবান্ন। অক্সিজেনের আকাল মেটাতে আরও ৫৫টি অক্সিজেন প্ল্যান্ট তৈরী হচ্ছে।
এর আগে রাজ্যে ৯৩ টি অক্সিজেন প্ল্যান্ট তৈরী করার অনুমোদন কেন্দ্রের কাছে চেয়েছিল রাজ্য। এর মধ্যে ৫ টি প্ল্যান্টের অনুমোদন পায় রাজ্য। করোনা মোকাবিলায় সোমবার নবান্নে মুখ্যসচিব স্বরাষ্ট্র সচিব ও স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
দেশজুড়ে করোনা সংক্রমিতের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি রাজ্যেও বেড়ে চলছে সংক্রমিতের সংখ্যা। অভিযোগ হাসপাতালে বেড নেই। মিলছে না অক্সিজেন। এই অবস্থায় অক্সিজেন নিয়ে কোনও সমস্যা হবে না বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবার বিজ্ঞপ্তি দিয়ে তা নিশ্চিত করার পথে এক পা এগোল নবান্ন।
Comments are closed.