বেসরকারি স্কুলগুলির বিরুদ্ধে অত্যাধিক ফি, বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখতে কমিশন গড়ছে রাজ্য

এবার বেসরকারি স্কুলগুলি নিয়ে অভিভাবকদের নানান অভিযোগ থাকে। এবার সেইসব অভিযোগ মেটাতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। শিক্ষা কমিশন তৈরি করে অভিভাবকদের যাবতীয় অভিযোগের সুরাহা দিতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। জুলাই মাসেই রাজ্যের শিক্ষা দফতর শিক্ষা কমিশন গড়ার কথা জানাতে পারে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিজ্ঞপ্তি জারি হবে বলে বিকাশ ভবন সূত্রের খবর।

বাদল অধিবেশনে এই বিষয়ে একটা ইঙ্গিত দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এবার তা বাস্তবায়িত হতে চলেছে। মন্ত্রিসভা এই বিষয়ে অনুমোদন দিয়েছে বলেই জানা গিয়েছে। কমিশনের মাথায় থাকবেন একজন অবসরপ্রাপ্ত বিচারপতি। শিক্ষা বিষয়ক প্রতিনিধিরাও থাকবেন কমিশনে।
বেসরকারি স্কুলে অত্যাধিক ফি দিতে গিয়ে রীতিমত হিমসিম খেতে হয় অভিভাবকদের। এই সব বিষয় দেখভাল করবে কমিশন বলেই জানা গিয়েছে। কয়েকদিন আগে শহরের এক বেসরকারি স্কুল ফি নিয়ে বিতর্কের জেরে বেশ কয়েকদিন বন্ধ হয়ে গিয়েছিল। এতে পড়াশোনার ক্ষতি হচ্ছে বলে জানিয়েছিলেন অভিভাবকরা। কিন্তু দিনের পর দিন বেড়েই চলেছে বেসরকারি স্কুলের ফি। তাই এবার কমিশন গড়তে চলেছে রাজ্য সরকার বলে জানিয়েছেন, স্কুল শিক্ষা দফতরের এক আধিকারিক।

এর আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে অভিযোগ শুনতে তৈরি হয়েছিল স্বাস্থ্য কমিশন। চিকিৎসার খরচ থেকে শুরু করে গাফিলতি সব বিষয়ে অভিযোগ খতিয়ে দেখে স্বাস্থ্য কমিশন। এবার শিক্ষার ক্ষেত্রে অভিযোগ শুনতে তৈরি হচ্ছে শিক্ষা কমিশন। তবে বেসরকারি স্কুলের সিদ্ধান্তের ক্ষেত্রে সরাসরি মাথা ঘামানো যায়না। কিন্তু অভিযোগ থাকলে কমিশন তা খতিয়ে দেখতে পারে।

Comments are closed.