বাংলায় শিল্পের পরিবেশ সুগম করতে বড় উদ্যোগ রাজ্যের, বিজনেস সামিটে ঘোষণা মুখ্যমন্ত্রীর

বাংলায় ব্যবসা করা যাতে আরও সহজ হয়, তার জন্য উদ্যোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার বেঙ্গল গ্লোবাল বিজ়নেস সামিট থেকে তিনি শিল্প সমন্বয় কমিটি গঠনের কথা ঘোষণা করেছেন। এই কমিটির নাম, ‘স্টেট লেভেল ইন্ডাস্ট্রি সিনার্জি কমিটি’। এর নেতৃত্বে থাকবেন রাজ্যের মুখ্যসচিব। লক্ষ্য, কোনও শিল্পপতি বাংলায় নতুন কারখানা তৈরি করতে চাইলে, বিভিন্ন দপ্তর থেকে একাধিক ছাড়পত্রের প্রয়োজন। এই কমিটি রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় কাজ করবে। এর ফলে রাজ্যের শিল্পবান্ধব পরিস্থিতি আরও মজবুত হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

দেশ-বিদেশের শিল্পপতিদের সামনে রাজ্যে শিল্পস্থাপনের সহায়ক পরিবেশের বিষয়টি বারবার তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। সেই লক্ষ্যেই এই কমিটি গঠন করা হয়েছে।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই কমিটি কেবল সিঙ্গল উইন্ডো নয়, এর কাজ হবে বৃহত্তর। দমকল, পরিবেশ, রাজস্ব, ফিনান্স, আসাবন, শিল্প-এর মতো বিভিন্ন দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে এই কমিটি। বিনিয়োগের জন্য ছাড়পত্র দিতে যাতে বেশি সময় না লাগে এই কমিটি তা নিশ্চিত করবে।প্রতি মাসে ২ বার করে বৈঠকে বসবে এই কমিটি। কোনও শিল্পস্থাপনে সমস্যা হলে তার দ্রুত নিষ্পত্তিও করবে এই কমিটি।

Comments are closed.