কেন্দ্রীয় প্রতিনিধিদল আসার আগেই মিড-ডে মিল নিয়ে নজরদারি চালাবে রাজ্যের প্রতিনিধিরা

২০ জানুয়ারি রাজ্যের মিড ডে মিল পরিস্থিতি খতিয়ে দেখতে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। এর আগেই মিড ডে মিলের পরিস্থিতি খতিয়ে দেখবেন রাজ্য সরকারের প্রতিনিধিরা। রবিবার নির্দেশিকা জারি করেছে স্কুল শিক্ষা দফতর। এই নির্দেশিকা পাঠানো হয়েছে প্রতিটি জেলায়। সোমবার থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত প্রতিনিধিদল বিভিন্ন জেলায় মিড ডে মিল কেন্দ্রগুলিতে নজরদারি চালাবে।

জানা গিয়েছে, এই নির্দেশিকা জারির আগে স্কুল শিক্ষা দফতরের আধিকারকরা একটি ভিডিও কনফারেন্স করেন। সেই ভিডিও কনফারেন্সের পর প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, রাজ্যের শিক্ষা সচিব মণীশ জৈনকে একটি চিঠি লিখেছেন কেন্দ্রীয় সরকারের ডেপুটি সেক্রেটারি দীপা আনন্দ। চিঠিতে জানানো হয়েছে, ২০ তারিখ থেকে বাংলায় মিড ডে মিল নিয়ে নজরদারি চালানো হবে। মোট ২৬টি বিষয়ে নজর চালাবেন তাঁরা। এর আগেই রাজ্যের প্রতিনিধিদল বিভিন্ন জেলায় ঘুরবে। ১৯ তারিখেই রাজ্যের প্রতিনিধিদল তাঁদের নজরদারি শেষ করবে।

এই বিষয়ে স্কুল শিক্ষা দফতরের এক আধিকারিক জানিয়েছেন, সম্প্রতি কিছু প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল নিয়ে প্রশ্ন উঠেছে। সেই সব অভিযোগ খতিয়ে দেখতেই রাজ্যের প্রতিনিধিদল বিভিন্ন জেলায় ঘুরবেন।

Comments are closed.