গঙ্গাকে কেন্দ্র করে রিভার ট্যুরিজমের পরিকল্পনা রাজ্যের

রাজ্যের পর্যটন মানচিত্রে যুক্ত হতে চলেছে ‘রিভার ট্যুরিজম’। হুগলি নদীএবং রাজ্যের বিভিন্ন নদীকে কেন্দ্র করে রাজ্যের পর্যটন শিল্পকে নতুন মাত্রায় নিয়ে যেতেই এই উদ্যোগ। নদীর দু’পাড়ের নির্দিষ্ট কিছু এলাকায় পর্যটকদের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলা থেকে শুরু করে ছোট ছোট ক্রুজ চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে রিভার ট্যুরিজম সংক্রান্ত পরিকল্পনার খসড়ায়। হুগলি নদীর বড় অংশের এক পাড়ে কলকাতা, অন্যদিকে হাওড়া। প্রাথমিকভাবে এই দু’টি শহরের নদীর পাড় বরাবর রিভার ট্যুরিজমের পরিকাঠামো গড়ে তুলতে পদক্ষেপ করা হবে বলে সূত্রের খবর।

সম্প্রতি পর্যটন সংক্রান্ত সমস্ত সংস্থাকে নিয়ে পর্যটন দফতর একটি বৈঠক করে। সেখানে রিভার ট্যুরিজম নিয়ে বিস্তর আলোচনা হয়। শুধু দেশ-বিদেশ থেকে আসা ভ্রমণার্থী নয়, স্থানীয় পর্যটকদের কাছেও এই ক্রুজ পরিষেবা আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে বলে মনে করছেন আধিকারিকরা। ওই বৈঠকে ‘মাইস ট্যুরিজম’, অর্থাৎ কলকাতা এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার, ধনধান্য প্রেক্ষাগৃহ, বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণের মতো জায়গাগুলিতে আন্তর্জাতিক স্তরের সভা-সমাবেশ সুনিশ্চিত করা নিয়েও আলোচনা হয়েছে।

Comments are closed.