সব রাজনৈতিক দল যাতে নির্বিঘ্নে প্রচার করতে পারে তা দেখতে হবে ত্রিপুরা সরকারকেই। এমনই নির্দেশ সুপ্রিম কোর্টের। বৃহস্পতিবার দেশের শীর্ষ আদালত জানিয়েছে, নির্বাচন যেন অবাধ ও শান্তিপূর্ণ হয় তা দেখতে হবে রাজ্য সরকারকেই। পাশাপাশি ত্রিপুরার স্বরাষ্ট্রসচিব ও ডিজিপিকে আদলত নির্দেশ দিয়েছে, আদালতের রায় সঠিকভাবে মানা হচ্ছে কিনা, সেই রিপোর্ট জমা দিতে হবে। ত্রিপুরায় একের পর এক দলীয় কর্মী আক্রান্ত হচ্ছেন, এই অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তৃণমূল। তৃণমূলের রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেবে রিট পিটিশন দাখিল করে জানায়, ত্রিপুরায় হামলার শিকার হচ্ছেন তাঁরা। দলীয় কার্যালয়, গাড়ি ভাঙচুর করা হচ্ছে। সুস্মিতা দেবের ওই আর্জির ভিত্তিতেই এদিন সুপ্রিম কোর্ট জানায়, ত্রিপুরায় সব রাজনৈতিক দলের প্রচার করার অধিকার রয়েছেন।
এই রায়ের পর তৃণমূল সাংসদ সুস্মিতা দেব জানান, এই রায়কে স্বাগত জানাচ্ছি। ত্রিপুরা পুলিশ আমাদের কোনও অভিযোগ শুনছে না। কিন্তু তৃণমূলের বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করছে।
Comments are closed.