আমাকে এটা দিলেই এলাকায় বাড়ি তৈরী হবে, এসব চলবে না, সব ব্যবস্থা অনলাইনে হবে, কাউন্সিলারদের কড়া হুঁশিয়ারি মমতার
আমাকে এটা দিতে হবে, তবেই ঘর তৈরী হবে, এসব করলে চলবে না, সব ব্যবস্থা অনলাইনে করে দেব। পুরভোটের প্রচারে ফুলবাগানে এসে এমনই হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি জানিয়ে দিলেন, কোনও জায়গায় বিপদ হলে প্রথমে ছুটে যাবে কাউন্সিলার।স্থানীয়রাই সব কাজ করে, এমপি, এমএলএরা করে না। জানিয়ে দিলেন মমতা ব্যানার্জি।
মঙ্গলবার ফুলবাগানে এসে তিনি বলেন, এলাকার কাজ যে কাজ করবে না সে কাউন্সিলার হতে পারবে না। কাজ যে করেনি তাঁকে টিকিট দিইনি। দুর্নীতি রুখতে অনলাইনে সব করে দেব। তিনি বলেন, এখানে জল কর দিতে হয় না। দিল্লিতে টাকা দিয়ে জল কিনতে হয়। কোভিড টিকায় বাংলা ১ নম্বরে। দিল্লি, মুম্বইতে বৃষ্টি হলে হাবুডুবু খেতে হয়, কিন্তু বাংলায় ২ দিনের মধ্যে জল নেমে যায়। কেন্দ্র বলেছে জল কর বসাতে, আমি বলেছি হবে না। তিনি জানান, ১ জানুয়ারি স্টুডেন্ট দিবস পালন করা হবে।
Comments are closed.