তীব্র তাপপ্রবাহে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। এই গরমে হাঁসফাঁস অবস্থা চিড়িয়াখানার জীবজন্তুদের। তাই নেওয়া হয়েছে অভিনব উদ্যোগ। চিড়িয়াখানায় বসবাসকারী প্রাণীদের সুস্থ রাখতে নেওয়া হচ্ছে বিভিন্ন উদ্যোগ। বর্ধমানে রামবাগান অভয়ারণ্য কর্তৃপক্ষ বন্য প্রাণীদের ওপর বিশেষ নজরদারি শুরু করেছে।
প্রানীদের জন্য রাখা হয়েছে পর্যাপ্ত পরিমাণে জল। রোজ স্নান করানো হচ্ছে জীবজন্তুদের। তাঁদের জন্য রাখা হয়েছে ফলের রস, ওআরএস। বেশি গরমে তাদের যেন কষ্ট না হয় তাই ফ্যানের ব্যবস্থা করা হয়েছে। খড়ের ছাউনি বানিয়ে অনেক পশুদের রাখা হয়েছে। কুমিরদের জন্য জলাশয়ে পাম্প দিয়ে জল ভরা হচ্ছে।
উল্লেখ্য, বর্ধমানের রামবাগানের জুওলজিক্যাল পার্ক বর্ধমান জেলা বন দফতরের অধীনে। জেলার অতিরিক্ত বন আধিকারিক জানিয়েছেন, পশুপাখীদের ভালো রাখার জন্য জলের সঙ্গে গ্লুকোনডি মিশিয়ে দেওয়া হচ্ছে। ভাল্লুকদের প্রধান খাবার মধু এখন বেশি দেওয়া হচ্ছে না। বদলে তরমুজ ও জলজ ফল দেওয়া হচ্ছে। নিয়মিত চিকিৎসকদের তত্বাবধানে রয়েছে জীবজন্তুরা। এখনও পর্যন্ত রামবাগান জুলজিক্যাল পার্কে কোনও প্রানী অসুস্থ হয়ে পড়েনি বলেই জানিয়েছেন জেলা বন দফতরের আধিকারিক।
Comments are closed.