‘বেঁচে আছেন এমন কেউ নেই’, নেপালে বিমান দুর্ঘটনার পর জানিয়ে দিল উদ্ধারকারী সেনা

রবিবার ৭২ জনকে নিয়ে পোখরা বিমানবন্দরে ভেঙে পড়ে নেপালের বিমান। সেই ঘটনায় এখনও পর্যন্ত ৬৮ জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারকাজে নেমে নেপালের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এমন কেউ নেই যিনি বেঁচে আছেন। অর্থাৎ জীবিত অবস্থায় কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি বলেই জানিয়ে দিয়েছে উদ্ধারকারী সেনা। এখনও পর্যন্ত ৬৮ জনের মৃতদেহ উদ্ধার করা গিয়েছে।

রবিবার নেপালের ইয়েতি এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান এটিআর-৭২ পোখরা বিমানবন্দরে নামার আগে ভেঙে পড়ে। সেতি গন্ডকি নদীর ধারে ভেঙে পড়ে বিমানটি। কীভাবে এই দুর্ঘটনা, খতিয়ে দেখতে তদন্ত কমিটি গড়েছে নেপাল সরকার। ৪৫ দিনের মধ্যে এই বিষয়ে রিপোর্ট পেশ করবে নেপাল সরকার। বিমানে ছিলেন ৫ জন ভারতীয়, ৫৩ জন নেপালি, ১ জন আয়ারল্যান্ডের বাসিন্দা, ২ জন কোরিয়ার বাসিন্দা, ১ জন আর্জেন্টিনার বাসিন্দা ও ১ জন ফরাসী বাসিন্দা। দুর্ঘটনার পর শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি টুইটে লিখেছেন, এই বিমান দুর্ঘটনায় গভীর ভাবে শোকপ্রকাশ করছি। অনেকের প্রাণ গিয়েছে, এরমধ্যে যেসব ভারতীয়রা রয়েছেন, তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।

Comments are closed.