নারকেলডাঙা থানায় তলব প্রসঙ্গে চিঠি নূপুর শর্মার। প্রাণ সংশয়ের ভয় আছে বলে চিঠিতে জানিয়েছেন নূপুর শর্মা। পয়গম্বর নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে নারকেলডাঙা থানার তাঁর বিরুদ্ধে দায়ের হয় এফআইআর। নারকেলডাঙা থানা তলব করেছিল সাসপেন্ডেড বিজেপি নেত্রী নূপুর শর্মাকে।
সেই তলবে সাড়া দিতে এর আগেও ২০ জুন থানায় চিঠি দিয়ে সময় চান নূপুর শর্মা। পুলিশের কাছে আরও চার সপ্তাহ সময় চেয়েছিলেন তিনি। এরপর ফের বুধবার থানায় চিঠি দিয়ে সময় চাইলেন এই সাসপেন্ডেড বিজেপি নেত্রী। সূত্রের খবর, প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করেই এই সময় চেয়েছেন তিনি। যদিও কলকাতা পুলিশ নূপুর শর্মার আর্জি শুনতে নারাজ। দ্রুত তলবে সাড়া দিতে ফের ইমেল করা হবে এই সাসপেন্ডেড বিজেপি নেত্রীকে বলেই সূত্রের খবর। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করেছে কলকাতা পুলিশ।
নূপুর শর্মার বক্তব্যের পর উত্তাল হয়েছিল দেশ। বিভিন্ন রাজ্যে ভাঙচুর, অবরোধ থেকে শুরু করে হিংসাত্মক আন্দোলন হয়েছে। তার আঁচ এসে পড়েছিল বাংলাতেও। হাওড়া ও মুর্শিদাবাদে একাধিক এলাকায় হিংসা ছড়ায়। ওই ঘটনা দেখা গিয়েছিল নদিয়ার কিছু জায়গাতেও। বাংলায় হিংসা রুখতে সাংবাদিক বৈঠক করে আর্জি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেখানে তিনি বলেছিলেন, প্রতিবাদ জানাতে বলে পুলিশের কাছে অভিযোগ দায়ের করার কথাও বলেছিলেন। তারপরেই বাংলায় বেশ কিছু থানায় অভিযোগ দায়ের করা হয়।
Comments are closed.