এটা বিহার, উত্তরপ্রদেশ নয়, এটা বাংলা, এখানে যে অন্যায় করে সেই শাস্তি পায়। নেতাজী ইনডোর থেকে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পে অর্থ বিতরণের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, আমরা যেটা বলি সেটা করি। আমরা করি ‘লক্ষ্মীর ভান্ডার’, ওরা করে ‘কুৎসার ভান্ডার’
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী নাম না নিয়ে অমিত শাহকে কটাক্ষ করে বলেন, কোনও অপরাধমূলক ঘটনা ঘটলে বাংলায় সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয় পুলিশ। দোষ করলে সবধরণের মানুষকে কাঠগড়ায় তোলা হয়। বাংলা অন্য রাজ্যের থেকে অনেক ভালো। আমি আমার ছেলে মেয়েদেরও ছাড়ি না অন্যায় করলে।
কিন্তু কিছু সংবাদ মাধ্যমকে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, কিছু চ্যানেল মনে করে খুন দেখালে, ধর্ষন দেখালে টিআরপি বাড়ে। ইউপি, এমপিতে যেসব ঘটনা ঘটে তা দেখায় না। ওইসব খবর দেখালে যদি বিজেপি সিবিআই, ইডি পাঠিয়ে দেয়। মমতার কথায়, আমি মনে করি সংবাদ মাধ্যমের স্বাধীনতা থাকা উচিত। কিন্তু বিজেপির কথায় কাজ করা কোনও স্বাধীনতা নয়। আমি বাংলার সাধারণ মানুষদের কথা চিন্তা করি। যাঁদের বড় মাইনে নেই। তাই তাঁদের জন্য লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী এবং রূপশ্রী।
স্বাস্থ্যসাথী কার্ডের প্রশংসা করে মমতার কথায়, জীবনদায়ী ওষুধের দাম বাড়িয়ে দিচ্ছে কেন্দ্র। মানুষের পকেট কেটে টাকা নিচ্ছে। আর আমরা ‘স্বাস্থ্যসাথী কার্ড’ করেছি।
Comments are closed.