মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতে আকাঁ মা দুর্গা এবার আমন্ত্রণ পত্রে। পুজোয় পুলিশের তরফে কার্ড, প্রচারপত্র, সুভ্যেনিয়র, লিফলেটে থাকবে মুখ্যমন্ত্রীর আঁকা মা দুর্গার ছবি।
তবে আমাদের দেখা মা দুর্গার থেকে মুখ্যমন্ত্রীর আঁকা দুর্গা অন্যরকম। এই মা দুর্গা দশভুজা নন। মায়ের হাতে নেই কোনও অস্ত্র। মায়ের পায়ের কাছে নেই কোনও অসুর। বরং মায়ের কাছে স্থান পেয়েছে একটি পাখি। ছবিতে নীল আকাশে পেঁজা তুলোর মতো মেঘে ভাসমান মা দুর্গা। আশপাশে ঘাসের উপর ছড়িয়ে শিউলি ফুল।
দুর্গাপুজোর সঙ্গে সবসময় জড়িয়ে থাকেন মমতা ব্যানার্জি। মণ্ডপে গিয়ে মায়ের চক্ষুদানও করেন তিনি। গতবছর ফিরহাদ হাকিমের পুজো চেতলা অগ্রণীতে মহালয়ার দিন প্রতিমার চক্ষুদান করেছিলেন মমতা। মায়ের ত্রিনয়ন এঁকেছিলেন মুখ্যমন্ত্রী।
ছবি আঁকতেও ভীষন ভালোবাসেন মুখ্যমন্ত্রী। ভোটের আগে একাকী ধরনা মঞ্চেও ছবি আঁকতে দেখা গেছে মমতাকে। দলের লোগো থেকে সরকারী প্রকল্পের তাঁর আঁকা ছবি ব্যবহার করা হয়।
Comments are closed.