এবার থেকে সিকিম ভ্রমণ আরও সহজ হল। এবার বাংলা থেকে পর্যকটদের নিয়ে গাড়ি যেতে পারবে সিকিমে। পাশাপাশ সিকিমের নম্বর প্লেট লাগানো গাড়িও আসতে পারবে বাংলার পর্যটন কেন্দ্রগুলিতে। শিলিগুড়িতে বাংলা ও সিকিমের মধ্যে গাড়ি চলাচল নিয়ে একটি চুক্তি সাক্ষরিত হয়। সুকনার একটি রিসর্টে বাংলা ও সিকিমের পরিবহণ মন্ত্রীদের উপস্থিতি একটি চুক্তি সাক্ষর করা হয়।
চুক্তি অনুযায়ী, রংপোয় থাকা টোল ট্যাক্স উঠে যাচ্ছে। এবার বাংলার গাড়ি পর্যটকদের নিয়ে সিকিমের হোটেলেই নামাতে পারবে। ঠিক তেমন সিকিম থেকেও গাড়ি এরাজ্যে আসতে পারবে। তবে স্থানীয় গাড়ি ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কথা চিন্তা করে সেইসব গাড়ি দুই রাজ্যের পর্যটন কেন্দ্রে সাইট সিন করাতে পারবে না। সেক্ষেত্রে পর্যটকদের স্থানীয় গাড়ি ভাড়া নিয়ে সাইট সিন করতে হবে।
উল্লেখ্য, আগে বাংলার কোনও গাড়ি গ্যাংটক, নামচি বা পেলিং পর্যন্ত যেতে পারত। একটি নির্দিষ্ট স্থানে নেমে সেখান থেকে গাড়ি ভাড়া করে হোটেলে যেতে হত পর্যটকদের। এতে সমস্যায় পড়তেন পর্যটকরা। এবার নয়া চুক্তি সাক্ষরিত হওয়ার ফলে সেই সমস্যার সমাধান হল।
দুই রাজ্যের মধ্যেই বাসের সংখ্যাও বাড়ানো হয়েছে। শিলিগুড়ি-গ্যাংটক রুটে আগে বাংলার ২৫ টি ও সিকিমের ৪৫ টি বাস চলত। এখন শিলিগুড়ি থেকে গ্যাংটক যাবে ৩০ টি বাস। গ্যাংটক থেকে শিলিগুড়ি আসবে ৫০ টি বাস। পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, পর্যটন ব্যবস্থায় জোর দিতেই এই চুক্তি করা হয়েছে। দুই রাজ্যের মধ্যে গাড়ির পারমিট নিয়ে বহুদিন ধরে সমস্যা হচ্ছিল। সেই সমস্যা মিটে যাচ্ছে। গাড়ি ও বাসের সংখ্যাও বাড়ানো হচ্ছে দুই রাজ্যের মধ্যে। সিকিমের পরিবহণ মন্ত্রী সঞ্জিত খারেল বলেন, এই চুক্তিতে দুই রাজ্যের সম্পর্ক আরও ভালো হবে। খুশি হবে পর্যটন মহল।
Comments are closed.