এবার শহর কলকাতায় নামতে চলেছে ই -রিকশা। রাজ্য পরিবহণ সূত্রের খবর, কলকাতার মেট্রো স্টেশন লাগোয়া এলাকাগুলিতে চলবে ই-রিকশা। আরও জানা গিয়েছে, আর এলপিজি অটোর অনুমতি দেওয়া হবে না। কিন্তু ই-রিকশা নামানোর জন্য অনুমতি দেওয়া হবে। ইস্ট-ওয়েস্ট মেট্রো স্টেশন লাগোয়া সেন্ট্রাল পার্ক, বেঙ্গল কেমিক্যাল, সল্টলেক স্টেডিয়াম, সেক্টর ফাইভ মেট্রো স্টেশন লাগোয়া এলাকায় ই-রিকশা চলবে। প্রথম পর্যায়ে ৪০০ টি ই-রিকশা চালানো হবে। এরপর সেই সংখ্যা আরও বাড়বে।
পরিবহণ দফতর সূত্রে আরও জানা গিয়েছে, রাজ্যে চাহিদা বাড়ছে ই-গাড়ির। ৪০ হাজার ই-গড়ির রেজিস্ট্রেশন ইতিমধ্যে হয়ে গিয়েছে। এরমধ্যে শুধুমাত্র ই-রিকশা রয়েছে ৩৫ হাজার। ই-বাস আছে ৯৭টি। উল্লেখ্য, বেড়েই চলেছে পেট্রোল, ডিজেলের দাম। এরমধ্যে বারবার ই-বাস চালানোর বার্তা দিচ্ছেন পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম। শহরে আরও বেশি পরিমাণে ই-বাস চালানো হবে বলে জানিয়ে দিয়েছেন তিনি। আগামীদিনে ১০০ ভাগ ই-বাস চলবে বলে জানিয়ে দিয়েছেন তিনি। এরমধ্যে জানা গেল, এবার কলকাতায় চলবে ই-রিকশা। তবে সব জায়গায় এখনই ই-রিকশা চলবে না। শুধুমাত্র মেট্রো স্টেশন সংলগ্ন জায়গায় চলবে এই ই-রিকশা।
বিভিন্ন জেলায় চলছে ই-রিকশা। সবথেকে বেশি ই-রিকশা চলছে বারাসতে। ৭,০০০ এর মতন ই-রিকশা চলছে সেখানে। উত্তরবঙ্গেও বেশ জনপ্রিয় ই-রিকশা। মালদায় চলছে ৫,০০০ ই-রিকশা। শিলিগুড়িতে চলছে ৩,৫০০ ই-রিকশা। কোচবিহারে ২,৭০০ ই-রিকশা চলছে। হাওড়ায় চলছে ১,৮০০ ই-রিকশা।
Comments are closed.