এবার বাংলার পড়ুয়ারা মিড-ডে মিলে পাবে চিকেন, বরাদ্দ বাড়াচ্ছে রাজ্য

মিড ডে মিলে এবার বাংলার পড়ুয়ারা পাবে চিকেন। রাজ্য সরকারের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ভাত ডাল তরকারির সঙ্গে মিড ডে মিলে চিকেন দেওয়া হবে। জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত মিড ডে মিলে চিকেন দেওয়া হবে। সপ্তাহে ৩ দিন ডিম দেওয়া হবে। এছাড়াও মরশুমি ফল দেওয়া হবে। ইতিমধ্যেই সব জেলার জেলাশাসকদের চিঠি পাঠানো হয়েছে।

মুরগির মাংস ও মরশুমি ফল যোগ করার ফলে রাজ্য সরকার ৩৭২ কোটি টাকা বরাদ্দ করেছে। প্রতি সপ্তাহে পড়ুয়া পিছু ২০ টাকা করে বরাদ্দ করা হয়েছে। এই মুহূর্তে রাজ্যে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রায় ১ কোটি পড়ুয়া মিড ডে মিল পায়। উল্লেখ্য, মিড ডে মিলের টাকার ৬০ শতাংশ দেয় কেন্দ্র আর বাকি ৪০ শতাংশ দেয় রাজ্য সরকার। এই বিষয়ে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, প্রতি সপ্তাহে পড়ুয়া পিছু যে ২০ টাকা বরাদ্দ হয়েছে। একটা ডিমের দাম এখন ৭ টাকা। মরশুমি ফল সহ চিকেন দিতে গেলে আরও বেশি টাকা খরচ হতে পারে।  সম্প্রতি মিড ডে মিল প্রকল্পে দুর্নীতি কমাতে কেন্দ্রীয় মনিটারিং দল গঠনের সিদ্ধান্ত নেয় শিক্ষামন্ত্রক। বাংলায় একশো দিনের কাজ এবং আবাস যোজনার পর মিড ডে মিল নিয়ে অসন্তোষ প্রকাশ করে কেন্দ্র।

Comments are closed.