এবার পদ্মা সেতু দিয়ে চলবে ট্রেন। মঙ্গলবার পরীক্ষামূলকভাবে ট্রেন চলবে। তবে কবে থেকে এই লাইনে পাকাপাকিভাবে ট্রেন চলবে, তা পরিস্কার করে বলেনি বাংলাদেশ রেল। পদ্মা সেতু দিয়ে ট্রেন চলাচল শুরু হলে বাংলাদেশের অর্থনীতিতে তা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। পদ্মা সেতু দিয়ে ট্রেন চলাচল শুরু হলে খুব কম সময়ে ঢাকা থেকে কলকাতায় আশা যাবে। কলকাতা থেকে ঢাকার দূরত্ব হবে মাত্র সাড়ে ৩ ঘণ্টা।
রেলের তরফে জানানো হয়েছে, পদ্মা সেতুতে রেল লাইন স্থাপনের কাজে শেষ স্লিপারটিও বসে গিয়েছে। গত বুধবার শেষ স্লিপার ও ঢালাইয়ের কাজের মধ্য দিয়ে সেতুর দুপাশে ৬.৬৮ কিলোমিটার রেললাইনের কাজ সম্পন্ন হয়েছে। ৪ এপ্রিল পদ্মা সেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলাচল করার পরিকল্পনা রয়েছে। এই প্রথম বাংলাদেশে কোথাও পাথরবিহীন রেললাইন তৈরি হল।
গত বছর ২৫ জুন বাংলাদেশের গর্বের পদ্মাসেতু উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দোতলা এই পদ্মা সেতুতে পাথরবিহীন রেলপথ নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। পদ্মা সেতুর ওপর দিয়ে চলবে মোটরগাড়ি আর নীচ দিয়ে চলবে রেল।
Comments are closed.