ইতিহাস গড়ল ভারতীয় বংশোদ্ভূত; বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট পদে বসলেন অজয় বাঙ্গা 

ইতিহাস গড়লেন ভারতীয় বংশদ্ভুত। জল্পনা সত্যি করে বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট পদে বসলেন অজয় বাঙ্গা। বুধবারই বিশ্ব ব্যাঙ্কের ২৫ জন সদস্যের এক্সিকিউটিভ বোর্ড প্রেসিডেন্ট পদের জন্য অজয় বাঙ্গার নামে সিলমোহর দেন। আগেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অজয় বাঙ্গার নাম মনোনীত করেছিলেন। তখন থেকেই তাঁর নাম নিয়ে জল্পনা ছিল। বুধবার দেখা গেল, বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন তিনি। 

প্রথমে মনে করা হচ্ছিল, অজয় বাঙ্গার বিরোধিতা করে রাশিয়া এবং তার ঘনিষ্ঠ দেশগুলো প্রার্থী দেবে। তবে কার্যক্ষেত্রে তা দেখা যায়নি। অজয় বাঙ্গার মনোনয়নকে আগেই ভারত, বাংলাদেশ, কেনিয়া, ঘানার মতো দেশগুলো সমর্থন জানিয়েছিল। প্রসঙ্গত, অজয় বাঙ্গাই প্রথম ভারতীয় হিসেবে ওই পদে মনোনীত হয়েছেন। 

৬৩ অজয় বাঙ্গার জন্ম পুণেতে। বাবা হরভজন সিংহ ছিলেন ভারতীয় সেনার উচ্চ্ পদস্থ আধিকারিক। বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট পদে আসার আগে অজয় বাঙ্গাও একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। এর আগে তিনি মাস্টারকার্ডের সিও ছিলেন। পেপসি, নেসলে’র মতো বহুজাতিক সংস্থারও গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন।  সম্প্রতি জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠকেও ফ্রান্স ও জার্মানির প্রতিনিধিরাও অজয় বাঙ্গার ভূয়সী প্রশংসা করেন।  

Comments are closed.