প্রকাশ্যে এলো এই সপ্তাহের টিআরপি তালিকা, দেখে নিন আপনাদের পছন্দ ধারাবাহিক গুলি কে কোন স্থানে জায়গা দখল করে রইলো
বর্তমানে ধারাবাহিকগুলি পুরোটাই টিআরপি নির্ভর। যেই ধারাবাহিকের টিআরপি রেটিং যত ভালো সেই ধারাবাহিক তত রমরমিয়ে চলবে তত বেশি দিন। আর যেই ধারাবাহিকের টিআরপি কমতে শুরু করে অমনি সেই ধারাবাহিক বন্ধ হয়ে যায়। যেমন ইতিমধ্যেই আমরা দেখেছি বিভিন্ন চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক গুলি একে একে বন্ধ হয়ে গেছে শুধুমাত্র টিআরপি রেটিং কম থাকার কারণে। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার এই TRP তালিকা বের হয় সেখান থেকে জানতে পারা যায় কোন ধারাবাহিক কতটা এগিয়ে রয়েছে। আপনি জেনে না যাক এই সপ্তাহের টিআরপি ফলাফল।
এই সপ্তাহের টিআরপি ফলাফল দেখেও মাথায় হাত মিঠাই ভক্তদের। দিন দিন টি আর পি তালিকায় পেছনের দিকে পড়ে যাচ্ছে। গত সপ্তাহে ৭ নম্বর জায়গায় ছিল এই ধারাবাহিক কিন্তু এই সপ্তাহে একেবারে পৌঁছে গেল ৮ নম্বরে। অন্যদিকে স্টার জলসার গাঁটছড়া ধারাবাহিক ও চার নম্বরে আটকে রয়েছেন কিছুতেই নিজেদের এগিয়ে আনতে পারছে না। নিজেদের জায়গা হারিয়েছে ধুলোকণাও। অন্য দিকে সদ্য শুরু হওয়া ধারাবাহিক জগদ্ধাত্রী বেশ ভালো ফলাফল করছে প্রতি সপ্তাহ হতেই আর গৌরী এলো এবারও টপার।
প্রথম- গৌরী এলো (৭.৮)
দ্বিতীয়- ধুলোকণা (৭.৬)
তৃতীয়- জগদ্ধাত্রী (৭.২)
চতুর্থ- গাঁটছড়া (৭.৩)
পঞ্চম- অনুরাগের ছোঁয়া (৭.০)
ষষ্ঠ- আলতা ফড়িং (৬.৯)
সপ্তম- মাধবীলতা (৬.৭)
অষ্টম- মিঠাই (৬.৬)
নবম- লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৬.৩)
দশম- খেলনা বাড়ি (৬.২)
নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ তেই শেষ হয়ে যাচ্ছে পিলু সেই জায়গায় দেখা যাবে মিঠাই ধারাবাহিককে, আর মিঠের সময় আসতে চলেছে নতুন ধারাবাহিক নিম ফুলের মধু।
Comments are closed.