শুভেন্দু কেন মেলা পরিদর্শন কমিটিতে? নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ ৩ আইনজীবী 

শুভেন্দু অধকারীর মতো রাজনৈতিক ব্যক্তিত্ব কেন গঙ্গা সাগর মেলার পরিদর্শন কমিটিতে? হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে সোমবার হাইকোর্টে আবেদন করেছেন তিন আইনজীবী। আদালত সূত্রে খবর, তিন আইনজীবীকেই মামলা করার অনুমতি দিয়েছে আদালত। সোমবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হওয়ার কথা।

আইনজীবী শুভঙ্কর নাগ, সব্যসাচী চ্যাটার্জি এবং ঋজু ঘোষাল সোমবার সকালে কোর্টে তিনটে পৃথক আবেদন করেন। আবেদন তিনটের মূল কথা, গঙ্গাসাগর মেলার পরিদর্শন কমিটিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কেন রাখা হয়েছে? আবেদনকারীদের তরফে বলা হয়, গঙ্গাসাগর মেলা নিয়ে ২০১৩ সালেই রাজ্য সরকার একটি কমিটি গঠন করেছিল। যা এখনও কাজ করছে। এই পরিস্থিতিতে নতুন কমিটির প্রয়োজনীয়তা কি? কোভিড পরিস্থিতিতে আদালত  নতুন কমিটির নির্দেশ দিলেও সেখানে শুভেন্দু অধিকারীরকে রাখা হয়েছে কেন? মামলাকারীদের আর্জি, নতুন কমিটিতে রাজনৈতিক ব্যক্তিত্বের জায়গায় কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞকে রাখা হোক। 

উল্লেখ্য গঙ্গাসাগর মেলা নিয়ে একটি জনস্বার্থ মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পরিদর্শন কমিটির নির্দেশ দেয়। যেই কমিটিতে রাজ্যের মুখ্যসচিব, রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এবং রাজ্যের বিরোধী দলনেতা ছিলেন।      

 

 

Comments are closed.