ট্রেন যাত্রায় ‘অদ্ভুতুড়ে’ সমস্যায় পড়লেন মুম্বাইয়ে যেতে চাওয়া কিছু যাত্রী। টিকিট কনফার্ম হলেও স্টেশনে এসে ওই যাত্রীরা দেখেন, তাঁদের টিকিট কাটা আস্থ কোচটাই হওয়া। যার ফলে ট্রেনে জায়গাই পেলেন না অনেকে। যা নিয়ে রীতিমত ক্ষোভে ফেটে পড়লেন যাত্রীরা।
রবিবার মুম্বাইগামী গীতাঞ্জলি এক্সপ্রেসে AC কোচের টিকিট থাকা সত্ত্বেও স্টেশনে এসে যাত্রীদের একাংশ দেখেন এসি কোচটাই নেই। ‘অদ্ভুদতুড়ে’ এই সমস্যা দেখে প্রথমটায় তাজ্জব বনে যান অনেকে। শেষে অনেকে অন্য কামড়াতেও উঠে পড়েন। যার জেরে মহিলা, শিশু, বৃদ্ধ যাত্রীদের একাংশ চরম ভোগান্তির মুখে পড়েন।
এদিকে এসি কোচ বিহীন ট্রেনটি খড়গপুরে এসে পৌঁছলে বিক্ষোভে ফেটে পড়েন ওই যাত্রীদের একাংশ। স্টেশন চত্বরে তীব্র বিশৃঙ্খলা তৈরি হয়। এই অবস্থায় পরিস্থিতির সামাল দিতে অন্য একটি এসি কোচ জুড়ে দেওয়া হয় গীতাঞ্জলি এক্সপ্রেসে। সমস্যার সমাধান হলেও আস্থ একটি কোচ ছাড়া কীভাবে ট্রেন চললো তা নিয়ে নানান মহলে প্রশ্ন দেখা দিয়েছে। আধিকারিকদের একাংশের থেকে জানা গিয়েছে, রেলের তরফে ইতিমধ্যেই তদন্ত কমিটি তৈরি করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Comments are closed.