এবার ট্রেনের মতন সুবিধা পাওয়া যাবে বাসেও। সেই সুবিধা নিয়ে আসছে NBSTC অথবা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা ঘরে বসেই জানা যাবে NBSTC র বাসের টাইম টেবিল জানতে পারবেন যাত্রীরা। মঙ্গলবার NBSTC একটি ওয়েবসাইট উদ্বোধন করে। সেখানে বলা হয় এবার থেকে দূরপাল্লার বাসের টিকিট অনলাইনে কাটা যাবে। সেইকারণে একটি বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তি করেছে রাজ্য পরিবহন দফতর। আগামী ৩ মাসের মধ্যেই চালু হবে ওয়েবসাইট।
NBSTC র চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, এই ওয়েবসাইট দেখে কোন ডিপো থেকে কোন বাস কখন ছাড়বে তা জানা যাবে। পাশাপাশি অনলাইনে টিকিটও কাটা যাবে। আইআরসিটিসির মতন বাসেও টিকিট চালু হচ্ছে। কোন বাস কোন রুটে চলে, ডিপোর ফোন নম্বর, পর্যটন আধিকারিকদের ফোন নম্বর সহ বেশ কিছু তথ্য দেওয়া রয়েছে ওয়েবসাইটে।
এতদিন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা নিজস্ব ওয়েবাসাইট nbstc.in ছিল। কিন্তু সেখানে গিয়ে কোনও তথ্য পাওয়া যেত না। এবার যাত্রীদের সেই সমস্যা দূর করতে পুরনো ওয়েবসাইটকে নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে। বর্তমানে ৬০০ টির বেশি বাস চলে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার।
Comments are closed.